এশিয়ার মাটিতে বিশ্বকাপ সহজ হবে না, মানছেন সাকিব

ছবি: ছবিঃ- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে শিরোপা জেতা সহজ হবে না বলে মনে করছেন সাকিব আল হাসান। উপমহাদেশের কন্ডিশনে বিশ্বকাপ জেতা সহজ না হলেও হাল ছাড়ছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার।
শেষবারের ইংল্যান্ড বিশ্বকাপে দলীয় পারফরম্যান্স ভালো ছিল না বাংলাদেশের। তবে ব্যাট-বল হাতে অবিস্মরণীয় ছিলেন সাকিব। ব্যাট হাতে আট ম্যাচে করেন ৬০৬ রান, বলে হাতে নেন ১১ উইকেট। নিজে ভালো করলেও দল ভালো না করায় আফসোস আছে সাকিবের।

সম্প্রতি তিনি বলেন, ‘বাস্তবসম্মত কি না বললে তো বলব উনিশও আমাদের জন্য বাস্তবসম্মত ছিল। তেইশে এশিয়াতে খেলা, আমাদের বড় সুযোগ থাকবে।
যদিও এশিয়াতে খেলা হলে এশিয়ার বাকি দেশগুলোর জন্যও বড় সুযোগ তৈরি হবে। অনেক কঠিন প্রতিযোগিতা হবে। আমাদের অনেক নতুন খেলোয়াড় থাকবে, হয়ত ভালো পারফর্ম করতে সক্ষম খেলোয়াড়ের সংখ্যা বেশি থাকবে।’
২০২৩ বিশ্বকাপ খেলার পর ফিটনেস আর ফর্ম ধরে রাখতে পারলে ২০২৭ সালের বিশ্বকাপেও খেলতে পারেন সাকিব। যদিও অতো লম্বা পরিকল্পনায় যেতে চাইছেন না তিনি। মূল লক্ষ্য, ২০২৩ সালের বিশ্বকাপ জয়।
সাকিব আরও বলেন, ‘বিশ্বকাপ জয় তো দলগত লক্ষ্য। আমি তো চাই তেইশেই যেন বিশ্বকাপ জিতে যাই। তাহলে সাতাশের জন্য এত কষ্ট করা লাগবে না, এতদিন খেলাও লাগবে না।
সাতাশের বিশ্বকাপ আসতে আরও সাত বছর, তেইশের বিশ্বকাপ তো আড়াই-তিন বছর পরই। সেদিক থেকে তেইশই সহজ।’