promotional_ad

ভারত সিরিজের সূচি ঘোষণা করলো অস্ট্রেলিয়া

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


করোনাভাইরাসের প্রভাবে সারা বিশ্ব ক্রিকেট বিপর্যন্ত। তবে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে অস্ট্রেলিয়া। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল দেশটি। এরপর ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে তাদের।


শুধু ভারতের বিপক্ষে সিরিজটি না হলেই ৩০০ মিলিয়ন (অস্ট্রেলিয়ান) ডলার ক্ষতি হবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। করোনার প্রভাবে বিশ্বকাপ এবং ভারতের বিপক্ষে সিরিজ দুটো নিয়েই শঙ্কা রয়েছে। 


promotional_ad

যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আত্মবিশ্বাসের সঙ্গেই ভারতের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা করেছে। সেই সঙ্গে ভেন্যুর নামও ঘোষণা করেছে তারা। সিএ জানিয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হয়ে থাকা বোর্ডার-গাভাস্কার সিরিজ শুরু হবে ৩ ডিসেম্বর থেকে।


সিরিজের প্রথম টেস্ট শুরু হবে গ্যাবায়। দ্বিতীয় টেস্ট হবে ১১ ডিসেম্বর, অ্যাডিলেডে। এই ম্যাচটি দিবা-রাত্রির হবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২৬ ডিসেম্বর মেলবোর্নে বক্সিং ডে টেস্টে মাঠে নামবে দুই দল।


সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট হবে সিডনিতে জানুয়ারির প্রথম সপ্তাহে। সিরিজটি দর্শকশূন্য মাঠে আয়োজন করা হবে কিনা সেই বিষয়টি এখনও নিশ্চিত করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball