নিলামে উঠছে মাশরাফির ব্রেসলেট

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের প্রকোপে দুস্থদের সাহায্য করতে এবার নিজের ব্রেসলেট নিলামে তুলছেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির লম্বা সময়ের ক্রিকেট জীবনের সঙ্গী এই ব্রেসলেটটির ভিত্তিমূল্য রাখা হয়েছে পাঁচ লাখ টাকা। অকশন ফর একশন পেজে এর নিলাম চলবে আগামী ১৭ মে পর্যন্ত।
করোনার এই বাজে সময়ে মাশরাফির বিভিন্ন উদ্যোগ মানুষের প্রশংসা পেয়েছে। দারুণ সব উদ্যোগে নড়াইলকে ইতোমধ্যেই করোনা মুক্ত করেছেন তিনি।

করোনা ছাড়াও অন্যান্য রোগে আক্রান্তরা যেন সঠিক চিকিৎসা পায়, এ কারণে ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থা চালু করেন মাশরাফি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে এই উদ্যোগ নেন।
এছাড়া নড়াইলের সদর হাসপাতালের সামনে জীবাণুনাশক কক্ষ তৈরি করেন তিনি। গায়ের তাপমাত্রা নির্ণয়ের জন্য রাস্তার পাশে তৈরি করেন ডাক্তারদের সেফটি চেম্বার।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে একদম শুরুর ভাগেই এগিয়ে আসেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি। নিজ এলাকায় ব্যক্তিগত তহবিল থেকে ১২০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
এছাড়া চিকিৎসক ও নার্সদের জন্য সর্বমোট ৫০০টি সুরক্ষা পোশাক (পিপিই) দেয়ারও ঘোষণা দেন মাশরাফি। তাছাড়াও ক্রিকেটারদের গড়া তহবিলে ২ লাখ ২৫ হাজার টাকা দেন তিনি। ঢাকার মিরপুরেও ত্রাণকার্য চালান মাশরাফি।