শাস্তি পেতে হচ্ছে না গেইলকে

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল জ্যামাইকা তালাওয়াসের সহকারী কোচ রামনারেশ সারওয়ানকে উদ্দেশ্য করে কয়েকদিন আগে বাজে মন্তব্য করেন ক্রিস গেইল। বড় শাস্তির মুখেও পড়তে যাচ্ছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত শাস্তি হচ্ছে না 'ইউনিভার্স বস' খ্যাত গেইলের।
সিপিএল কমিটি এক বিজ্ঞপ্তিতে বলে, ‘গত ৬ মে, গেইলের বিরুদ্ধে আমরা টুর্নামেন্টের নিয়মভঙ্গের একটি অভিযোগ পাই। যেখানে বলা হয়েছে, গেইল গত ২৭ এপ্রিল একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করে। বিষয়টি পরীক্ষার জন্য আমরা তিন সদস্য বিশিষ্ট একটি ট্রাইবুনাল গঠন করি।
তবে বিষয়টি পরীক্ষার আগে গেইলের সঙ্গে কথা বলা হলে তিনি আশ্বস্ত করেন যে, এই ধরনের কাজ তিনি আর করবেন না। যার ফলে সিপিএল ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ মনে করছে, এটা আর ট্রাইবুনালের তালিকাভূক্ত করার প্রয়োজন নেই। যার ফলে এটা এখানেই পরিসমাপ্তি করা হয়েছে।’

নিজের ভুল বুঝতে পেরে সিপিএল কমিটির কাছে স্বীকারোক্তি দিয়েছেন গেইল। এই স্বীকারোক্তির কারণেই তাঁর প্রতি চড়াও হয়নি সিপিএল কমিটি ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
নিজের স্বীকারোক্তিতে গেইল বলেন, ‘সম্প্রতি আমি আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে তিনটি ভিডিও পোস্ট করি। যেখানে আমি আমার পূর্বের ফ্রাঞ্চাইজি জ্যামাইকা তালাওয়াস ছাড়ার কারণটা ব্যাখ্যা করি। কি জন্য আমি জ্যামাইকা ছেড়েছি তা তালাওয়াস সমর্থকদের ব্যাখ্যা করার জন্য ভিডিওটি আমি ব্যক্তিগত উদ্যোগেই বানিয়েছি।
আমার ইচ্ছে ছিল, সিপিএল ক্যারিয়ার আমার ঘরের দল জ্যামাইকার হয়ে শেষ করি। আমি বুঝতে পেরেছি যে, আমার এই মন্তব্য সিপিএল ক্রিকেটের সম্মান নষ্ট করবে, এটা আমার উদ্দেশ্য ছিলো না।’
জ্যামাইকার হয়ে প্রথম চার মৌসুমে দুটি শিরোপা (২০১৩ ও ২০১৬ সালে) জিতে নেন গেইল। এরপর দুই আসর খেলেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের জার্সিতে। গত বছর আবারও ফেরেন জ্যামাইকায়। তিন বছর থাকার কথা ছিল সেখানে, যদিও এক বছর যেতেই তাকে ছেড়ে দেয় জ্যামাইকা।
তাই এক ভিডিও বার্তায় গেইল এর আগে বলেন, ‘সারওয়ান তুমি বর্তমান করোনা ভাইরাস থেকেও খারাপ। তালওয়াসে যা হয়েছে তাতে তোমার হাত রয়েছে, কেননা তুমি ও মালিকপক্ষ একই রকম।
অথচ তুমি আমার শেষ জন্মদিনের পার্টিতে জ্যামাইকাতে এসে লম্বা এক ভাষণে বলেছিলে, কীভাবে আমরা উঠে এসেছি।’