ইংল্যান্ড সফরে কোয়ারেন্টিনে থাকতে প্রস্তুত ক্যারিবিয়ানরা

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
আগামি জুনে ইংল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। যদিও করোনাভাইরাসের প্রকোপে সিরিজটির ভাগ্য এখন পেন্ডুলামের মতো দুলছে। তবে জুন মাসে না হলেও জুন পরবর্তী কোনও সময়ে সেই সিরিজ খেলতে চায় ক্যরিবিয়ানরা। ইতোমধ্যে ৩০ সদস্যের একটি প্রাথমিক স্কোয়াড বাছাইও করে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। এই সফরে গিয়ে কোয়ারেন্টিনে থাকতেও প্রস্তুত ক্যরিবিয়ানরা।
তিন ম্যাচের টেস্ট সিরিজটি যখনই অনুষ্ঠিত হোক, তার আগে ইংল্যান্ডে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতেও রাজি ক্যারিবিয়ানরা- জানিয়ে দিলেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ।

তিনি বলেন, ‘আমরা সেখানে দুই সপ্তাহের কোয়ারেন্টিনের প্রস্তুতি নিয়েই যাব। তবে আউটডোরে অনুশীলনের ব্যবস্থা করে দিতে ইসিবির কাছে জানাব আমরা।’
এদিকে করোনাভাইরাসের কারণে লম্বা সময় ধরে বন্ধ রয়েছে সকল প্রকারের ক্রিকেট ম্যাচ। বন্ধ রয়েছে ক্রিকেটারদের অনুশীলনও। লম্বা সময়ের বিরতির পর মাঠে ফিরতে যাচ্ছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা।
আগামী সোমবার (১৮মে) থেকে অনুশীলনে ফিরতে যাচ্ছেন তাঁরা। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে তাঁরা অনুশীলন শুরু করবেন বলে জানা গেছে।
ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরিচালক অ্যাশলে জাইলস এই ব্যাপারে বলেন, 'রুদ্ধদ্বার স্টেডিয়ামে খেলার ব্যপারে আমরা কঠোর অবস্থানে রয়েছি, আমাদের খেলোয়াড়দের একটি বড় অংশ দরকার।
কেননা অনুশীলনে ইনজুরি হতে পারে ... প্রথমে লাল-বলের অনুশীলন করা হবে। এরপর সাদা বলে ফোকাস দেয়া হবে।'