স্টেডিয়ামে স্ত্রীর উপস্থিতি নার্ভাস করে দেয় তামিম-রোহিতকে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের প্রভাবে বন্ধ রয়েছে বিশ্বের সকল প্রকার ক্রিকেটীয় ইভেন্ট। ফলে এক প্রকারে ঘরে বসে দিন কাটাতে হচ্ছে ক্রিকেটারদের। অলস সময় পার করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। দেশের, দেশের বাইরের ক্রিকেটারদের সঙ্গে লাইভ সেশনের আয়োজন করছেন ফেসবুকে। যেখান থেকে উঠে আসছে নানা জানা অজানা খবর।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৫ মে) লাইভে তামিমের অতিথি হিসেবে ছিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। লাইভে মাঠের ভেতরের, বাহিরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এই দুই ওপেনার। এক পর্যায়ে তামিম রোহিতকে প্রশ্ন করেন, স্টেডিয়ামে আপনার স্ত্রীর উপস্থিতি আপনাকে কি নার্ভাস করে দেয়?

উত্তরে রোহিত শর্মা বলেন, 'অবশ্যই, যখন সে স্টেডিয়ামে যাই আমি নার্ভাস থাকি। ২০১৮ সালের এশিয়া কাপের সময় ও ছয় মাসের সন্তানসম্ভবা ছিল। দুবাইয়ে তখন ৪২ ডিগ্রি তাপমাত্রা। ওই গরমের মধ্যেও সে ম্যাচ দেখতে গিয়েছে।'
'আমি তাকে বলেছিলাম তুমি সূর্য ডুবে যাওয়ার পরে এসো। সে শোনেনি। টসের সময়ই চলে এসেছিল। তাকে নিয়ে আমার চিন্তা হচ্ছিল। গত বিশ্বকাপেও সে স্টেডিয়ামে বসে আমার খেলা দেখেছে। সে আমাকে দারুণভাবে সমর্থন করে।'
এরপর তামিম একই প্রসঙ্গে বলেন, ‘আমি বিয়ে করেছি প্রায় সাত ব্ছর হলো। কিন্তু আমি স্ত্রীকে কখনো স্টেডিয়ামে খেলা দেখতে যেতে দেইনি। কারণ, আমার মনে হয়, ও গেলে আমি খুব নার্ভাস থাকব।’