promotional_ad

রাত ১টা পর্যন্ত গাঙ্গুলির ফোনের অপেক্ষায় ছিলেন তামিম

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১২ আইপিএলে পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলার জন্য ডাক পেয়েছিলেন তামিম ইকবাল। সেই আসরে একটি ম্যাচেও খেলার সুযোগ হয়নি বাংলাদেশের এই ওপেনারের। তাই শূন্য হাতেই দেশে ফিরতে হয়েছিল তাঁকে।


শুক্রবার (১৬ মে) ভারতের ওপেনার রোহিত শর্মার সঙ্গে ফেসবুক লাইভে আড্ডা দিয়েছেন তামিম। সেখানে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক নিজের আইপিএলের অভিজ্ঞতা ভাগ করেছেন। শুনিয়েছেন মজার একটি গল্প।



promotional_ad

আইপিএল প্রসঙ্গে তামিম বলেছেন, '২০১২ তে আমি আইপিএল খেলেছিলাম। আমি পুনে ওয়ারিয়র্সে ডাক পেয়েছিলাম এবং দাদা (সৌরভ গাঙ্গুলি) দলটির নেতৃত্বে ছিল। আমার মনে হয় প্রথম ম্যাচ ওয়াংখেড়েতে ছিল। ঠিক একদিন আগে আমাদের অনুশীলন ছিল।'


সেবার পুনে ওয়ারিয়র্সের নেতৃত্বে ছিলেন সৌরভ গাঙ্গুলি। তিনি তামিমকে বলেছিলেন, ম্যাচের আগে তিনি যদি তামিমকে কল দেন তবে মনে করতে হবে তিনি একাদশে আছেন। আর যদি কল না দেন তবে তামিম একাদশে থাকবেন না।


মজার ব্যাপার হলো তামিম প্রথম ম্যাচের আগে রাত ১টা পর্যন্ত অপেক্ষায় থাকলেও তাঁর ফোন বাজেনি। এমনকি পুরো আসরেই তামিমকে কল করেননি গাঙ্গুলি। ফলে একটি ম্যাচেও মাঠে নামা হয়নি বাংলাদেশের এই ওপেনারের।



সেই গল্প জানিয়ে তামিম বলেন, 'অনুশীলন থেকে যখন হোটেলে আসলাম, দাদা আমার দিকে এগিয়ে আসলো এবং বললো, আমি যদি তোমাকে কল দেই তাহলে মনে করবে তুমি একাদশে আছো। আর যদি কল না দেই তাহলে মনে করবে তুমি একাদশে নেই। এভাবেই সে একাদশ ঘোষণা করতো। আমার কাছে ব্যাপারটা বেশ আকর্ষণীয় মনে হয়েছিল। আমি ১টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম ফোন বাজেনি এবং পুরো টুর্নামেন্টেই এটা বাজেনি। তাই আমার একটি ম্যাচও খেলা হয়নি। এটা দুর্ভাগ্যজনক এবং আমি আইপিএল থেকে যে অভিজ্ঞতা পেয়েছি সেটা দারুণ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball