কেবল বাংলাদেশেই আমাদের দর্শক থাকে না: রোহিত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বর্তমান বিশ্বের অন্যতম সফল দল ভারত। বিশ্বের কোনো দেশেই তাদের সমর্থকের অভাব হয় না। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে খেললেও বিরাট কোহলি-রোহিত শর্মাদের সমর্থনে গ্যালারি ভর্তি ভারতীয় দর্শকরা হাজির হন।
যদিও বাংলাদেশে এলেই তাদের খুব বেশি সমর্থক দেখা যায় না। এমনটাই মনে করেন ভারতের ওপেনার রোহিত। তামিম ইকবালের সঙ্গে লাইভ আড্ডায় একথা জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে রোহিত বলেন, ‘অনেক দেশেই খেলেছি, অনেক মাঠেই খেলেছি যেখানে আমাদের সমর্থকের অভাব হয়নি। গ্যালারি ভর্তি থাকে আমাদের সমর্থকে। তবে শুধু বাংলাদেশে খেলতে গিয়েই এমনটা দেখতে পাইনি।’
বাংলাদেশ-ভারত খেলা মানেই এখন যুদ্ধের দামামার আওয়াজ শোনা যায় দুই দেশে। এই দুই দলের দ্বৈরথ এখন পাক-ভারত দ্বৈরথকেও হারিয়ে দিয়েছে।
মূলত এ কারণেই বাংলাদেশে তেমন সমর্থন পায় না ভারত। ভারতেও অবশ্য সমর্থকহীনতায় থাকতে হয় বাংলাদেশকে। গত বছর বাংলাদেশের ভারত সফরে গুটি কয়েক বাংলাদেশের সমর্থককে দেখা গিয়েছিল।