টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ ২৮ মে!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ২৮মে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সভায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে।
করোনা পরবর্তী ক্রিকেটে স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এই সভায় বলে লালা এবং ঘামের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করতে পারে আইসিসি। করোনার কারণে আইসিসির এই সভা অনুষ্ঠিত হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা। যদিও করোনা পরিস্থিতির কারণে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তও সার্বক্ষণিক নজরে রাখছে আইসিসি। অস্ট্রেলিয়া বরাবরই বলে আসছে নির্ধারিত সময়েই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে তারা।
সব মিলিয়ে বিশ্বকাপের ব্যাপারে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আসতে পারে এই সভা থেকে। করোনার বিস্তারের কারণে আগেই আগামী জুন পর্যন্ত সব ধরনের ক্রিকেট বাতিল করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।