আইপিএল না হলে বেতন কাটা যাবে কোহলি-রোহিতদের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। করোনার তান্ডবের কারণে এ বছর আইপিএল হবে কিনা তা নিয়েও তৈরি হয়ে শঙ্কা। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আগেই জানিয়েছে আইপিএল না হলে তাদের ক্ষতি হবে ৪ হাজার কোটি টাকা।
এমনটা হলে ক্রিকেটারদের বেতন কাটবে বিসিসিআই। এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। এ ছাড়া দর্শকশূন্য মাঠে খেলা হলে আইপিএল প্রাণ হারাবে বলে মনে করেন ভারতের সাবেক এই অধিনায়ক।

এ প্রসঙ্গে গাঙ্গুলি বলেন, ‘এবার যদি আইপিএল না হয় তাহলে আমরা খেলোয়াড়দের বেতন কাটতে বাধ্য হবো। আমরা বিষয়গুলো পর্যবেক্ষণে রাখছি। যদি এরকম কিছু হয় আইপিএলের উত্তেজনা থাকবে না। আমি এরকম একটি ম্যাচ খেলেছিলাম। ১৯৯৯ সালে ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচে কোনও দর্শক ঢুকতে দেওয়া হয়নি। এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ ছিল। ওই ম্যাচে প্রাণ খুঁজে পাওয়া যাচ্ছিল না।’
চলতি বছরের ২৯ মার্চ আইপিএলের আইপিএলের এবারের আসর শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে দেশটিতে লকডাউন চলছে। আইপিএল আয়োজনও স্থগিত হয়ে আছে। এবারের আসর থেকে দ্বিগুণেরও বেশি লাভ হওয়ার কথা ছিল তাদের। যদিও এবার লোকশান গুনতে হচ্ছে তাদের।
গাঙ্গুলি জানিয়েছেন প্রয়োজনের কঠিন সিদ্ধান্ত নিতেও প্রস্তুত তারা, ‘আমরা যদি সামাজিক দূরত্ব রক্ষা করে কিছু দর্শক প্রবেশ করাতে পারি তাহলেও হবে। কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীতে কঠোর হতে হবে। আমি বুঝতে পারছি সিদ্ধান্তটা কঠিন। তবে আইপিএলের জন্য এটা আমাদেরকে করতে হবে।’