promotional_ad

করোনায় আক্রান্ত সাবেক ক্রিকেটার সজীব

ফাইল ফটো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কয়েকদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সাবেক ক্রিকেটার আশিকুর রহমান। এবার করোনায় আক্রান্ত হলেন আরেক সাবেক ক্রিকেটার সজীব দাস। সজীবের পাশাপাশি তাঁর মায়েরও করোনা পজিটিভ এসেছে। যদিও তাঁর স্ত্রী-সন্তানের করোনা নেগেটিভ এসেছে।


বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন সজীব। কয়েক সপ্তাহ আগে তিনি ফরিদপুরে তার শ্বশুরবাড়িতে গিয়েছিলেন, সেখানে তার করোনা শনাক্ত হয়।



promotional_ad

বর্তমানে নিজ শ্বশুরবাড়িতেই মায়ের সঙ্গে আইসোলেশনে আছেন সজীব। তাদের চিকিৎসা চলছে সেখানেই। এখন পর্যন্ত সুস্থ ও স্বাভাবিক আছেন বলে জানিয়েছেন সজীব।


তিনি বলেন, 'আমি এখন ভালো আছি। পরিবারকে নিয়ে চিন্তা হচ্ছে। আমি মায়ের সঙ্গে আইসোলেশনে আছি গ্রামে। আমার স্ত্রী-সন্তানের করোনা নেগেটিভ এসেছে।'


২০০৭ সালে ক্রিকেটকে বিদায় জানানো সজীব এক সময় ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ওয়ারি ও ভিক্টোরিয়া ক্লাবের অধিনায়ক ছিলেন।



সজীবের ব্যাপারে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ দেবব্রত পাল বাংলানিউজকে বলেন, ‘আমাদের সাবেক ক্রিকেটার সজীব দাস করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল তার রিপোর্টে পজেটিভ এসেছে। তার শ্বশুর বাড়ি ফরিদপুরে গিয়ে করোনা ধরা পড়েছে।


বাসা থেকেই চিকিৎসা করছেন তিনি। ডাক্তার এসে তাকে দেখে গিয়েছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করছেন। আমরা তাকে সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball