ফেসবুক লাইভে তামিমের অতিথি মুমিনুল-সৌম্য-লিটন

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের প্রকোপের কারণে লকডাউনে সময় কাটাতে হচ্ছে ক্রিকেটারদের। মাঠে কবে খেলা ফিরবে এরও ঠিক নেই। এমন অবস্থায় ব্যতিক্রমী এক প্রচেষ্টা চালাচ্ছেন নব্য ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
প্রায়শই কোনও না কোনও ক্রিকেটারকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা ইন্সটাগ্রাম লাইভে উপস্থিত হচ্ছেন তিনি।

এরই ধারাবাহিকতায় আগামি ১৬ মে (শনিবার) তামিমের অতিথি হয়ে আসছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক এবং দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস।
রাত ১০.৩০ মিনিটে তামিমের অফিসিয়াল পেজে লাইভে আসবেন তারা। ইতোমধ্যেই অনেক জনপ্রিয়তা পেয়েছে তামিমের এই উদ্যোগ।
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিও এই অনুষ্ঠানে এসেছেন। আজ (১৫ মে) রাতে দেখা যাবে ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি সহ-অধিনায়ক রোহিত শর্মাকে।
এছাড়া দেশীয় ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার সুমনকে তামিমের লাইভে দেখা গেছে।