ত্রাণ ছিনতাইয়ের ঘটনায় মাহমুদউল্লাহ'র ক্ষোভ

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমদের দেয়া ত্রাণসামগ্রী ছিনতাইয়ের গুরুতর অভিযোগ উঠেছে। দুস্থদের মাঝে ত্রাণ দিতে গিয়ে উপজেলার লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সমর্থকদের হামলার শিকার হয়েছেন জাতীয় ক্রিকেট দলের ‘টিম বয়’ নাসির মিয়া। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মাহমুদউল্লাহ।
শুধু নাসির মিয়া নয়, তার কয়েকজন বড় ভাইকেও আক্রমণ করেছে দুষ্কৃতিরা। এমন ঘটনায় পাঁচজনের নামে মামলা করা হলেও কেউই এখনও গ্রেপ্তার হননি।
এই ব্যাপারে মুঠোফোনে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমরা যখন এই দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতার চেষ্টা করছি, তখন কেউ কেউ আমাদের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এতে আমরা হতাশ।

নাসির ২০-২২ বছর ধরে ক্রিকেট বোর্ডে চাকরি করছে। সে অত্যন্ত নম্র-ভদ্র। সবার আদরের। নাসিরের পরিবারের ওপর হামলার পরও তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, যা মোটেও কাম্য নয়।’
করোনা দুর্যোগে মাশরাফি, রিয়াদ, তামিম ও মুশফিকের সহযোগিতায় বাঙ্গালকান্দি ও পার্শ্ববর্তী সৈয়দ পাড়ায় ২০০ পরিবারের মাঝে ত্রাণ দেয়ার উদ্যোগ নেন টিম বয় নাসির মিয়া। ৪ মে বাঙ্গালকান্দি গ্রামে ত্রাণ বিতরণ করেন তিনি।
এরপর সৈয়দ পাড়ায় ত্রাণ দিতে গেলে তাদের ওপর হামলা করে দুষ্কৃতিরা। ছিনিয়ে নেয় ত্রাণ। এতে নাসির মিয়া ও তার বড় ভাই বাবুলমিয়াসহ বেশ কয়েকজন আহতও হন।
লংগাইর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মাহবুব আলম এই ব্যাপারে বলেন, ‘সন্ধ্যার পর ঘটনাটি ঘটেছে। যখন ত্রাণ ছিনতাই ও হাতাহাতির সময় মাশরাফি, তামিম, রিয়াদ ও মুশফিকের নাম আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।’
একই ব্যাপারে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান বলেন, 'ত্রাণ দেয়ার সময় একটা মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে আমাদের কাছে একটি অভিযোগ দিলে আমি নিজেই সরেজমিনে গিয়ে তদন্ত করে মামলা নেই। সেই সাথে আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।'