তামিমের সঙ্গে আমার বোঝাপড়া ভালো ছিলঃ ইমরুল

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ দলে অভিষেকের পর থেকে উদ্বোধনী সঙ্গী হিসেবে তামিম ইকবালকে পেয়েছেন ইমরুল কায়েস। বর্তমানে তামিমকে অবশ্য লিটন দাস বা সৌম্য সরকাররা সঙ্গ দেন। দলে আসা যাওয়ার মধ্যেই ব্যস্ত থাকতে হয় ইমরুলকে। যদিও তামিমের সঙ্গে ইনিংস উদ্বোধন করাটা মিস করেন ইমরুল। কেননা দুজনের বোঝাপড়ায় প্রচণ্ড মিল ছিল!
সম্প্রতি ক্রিকফ্রেঞ্জি লকডাউন লাইভ অনুষ্ঠানে এসে ইমরুল বলেন, 'আমাদের বোঝাপড়াগুলো ভালো ছিল। কাউকে খেলতে যখন কষ্ট হতো, আমি তখন বলতাম যে এই বলটা খেলতে আমার সমস্যা হচ্ছে। আমি কী করতে পারি?

তখন ও আমাকে ভালো ভালো পরামর্শ দিত। কখনো ও ওই বোলারকে খেলতে চাইতো। আবার ও কারো বলে ভালো না খেললে আমি তখন সেই বোলারকে খেলতাম।'
বর্তমানে 'অ্যাংকর রোল' তামিম পালন করলেও ক্যারিয়ারের শুরুর দিকে এই ভূমিকা পালন করতেন ইমরুল। সাবেক কোচ জেমি সিডন্সের পরামর্শে এই ভূমিকা পালন করতেন ইমরুল।
ইমরুল আরও বলেন, 'আমি দলে আসার পর কোচ জেমি সিডন্স একটা ভূমিকা দিলো, বলল যে, 'তুমি হচ্ছো উইকেটে থাকবে, ২০ বা ২৫-৩০ ওভারের মতো। তোমার নিজের রান কত হচ্ছে এটা তোমার দেখার বিষয় না।' আমি বল ছাড়তে পারি, এজন্যই হয়তো আমাকে ওই ভূমিকা দেন উনি।
অনেক সময় হতো যেটা, তামিম আগ্রাসী খেলতে গিয়ে আউট হয়ে যেতো। আমি আরেক পাশে ধরে খেলতাম। তামিমের পর হয়তো আরও দুই ব্যাটসম্যান আউট হয়ে যেতো। কিন্তু আমি আমার কাজটা করে যেতাম। তামিম আসলে যখন আক্রমণাত্মক খেলত, আমারও একটু আক্রমণাত্মক খেলা দরকার ছিল।'
দেশের হয়ে ৩৯টি টেস্ট, ৭৮টি ওয়ানডে ও ১৪ টি টি-টোয়েন্টি খেলেছেন ইমরুল। যেসব ম্যাচে ইনিংস উদ্বোধন করেছেন তাঁর সিংহভাগেই সাথে পেয়েছেন তামিমকে।