promotional_ad

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে গিলে খেয়েছিল বাংলাদেশ!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্টে ৩টি ম্যাচ জিতলেও পুরো আসরেই ধারাবাহিক ক্রিকেট খেলেছিল মাশরাফি বিন মর্তুজার দল। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে আসর শুরু করে টাইগাররা। সেই ম্যাচে প্রোটিয়াদের নেতৃত্ব দেয়া ফাফ ডু প্লেসিস জানিয়েছেন, সেদিন দক্ষিণ আফ্রিকাকে গিলে খেয়েছিল বাংলাদেশ।


বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে নামেননি ডু প্লেসি। ছেড়েছেন নেতৃত্বও। ইচ্ছা পোষণ করেছেন ৩ ফরম্যাটেই দেশের হয়ে খেলার। বর্তমানে করোনাভাইরাসের কারণে সব খেলা বন্ধ আছে। যে কারণে ঘরেবন্দী জীবন পার করছেন তিনিও। করোনার মাঝেই তামিম ইকবালের সঙ্গে লাইভে এসে এ কথা জানিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। 



promotional_ad

ডু প্লেসিসের চোখে ২০১৯ বিশ্বকাপের অন্যতম ধারাবাহিক দল ছিল বাংলাদেশ। তবে টাইগারদের কাছ থেকে এতো ভালো খেলা আশা করেননি তিনি। এছাড়া টুর্নামেন্টে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছিলেন এই প্রোটিয়া।


ডু প্লেসি বলেন, 'বিশ্বকাপে তোমরা আমাকে অনেক ভালোভাবে প্রভাবিত করেছ। সত্যি বলতে আমি এতোটাও আশা করিনি তোমাদের থেকে। এতো ভালো খেলবে তোমরা! ভেবেছিলাম ভালো খেলবে কিন্তু একটু উপর-নিচু হবে।' 


'এক ম্যাচ বেশি ভালো খেলবে আরেকটাই একটু কম। কিন্তু বিশ্বকাপে অন্যতম ধারাবাহিক দল ছিল বাংলাদেশ। তোমাদের বাটিং! আমাদের গিলে খেয়েছিলে তোমরা।' আরও যোগ করেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক। 



ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ সমান সংখ্যক ম্যাচ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। দুই দলের পয়েন্ট সমান ৭ হলেও নেট রান রেটে এগিয়ে থাকায় সপ্তম হয়ে আসর শেষ করে ডু প্লেসিসবাহিনী। ধারাবাহিক পারফর্ম করলেও অষ্টম স্থানে থেকে আসর শেষ করেছিল বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball