করোনা আক্রান্ত আশিকুরের পাশে কোয়াব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
করোনাভাইরাসে আক্রান্ত আশিকুর রহমান মজুমদারের পাশে দাঁড়িয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্টের এই কোচ বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।
এরই মধ্যে তাঁর কাছে নিত্য ব্যবহার্য দ্রব্য, খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেছে কোয়াব। এই বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল।
তিনি বলেছেন, 'আমরা আশিকের পাশে আছি এবং তাকে সব ধরণের সহায়তা দেওয়ার চেষ্টা করছি আমরা। একইসঙ্গে প্রতিনিয়ত তাঁর সাথে কথা বলছি। এটি আর্থিক সহায়তার মতো নয়, যা তার প্রয়োজন হবে আমরা সরবরাহ করার চেষ্টা করবো।'

করোনা পরীক্ষার জন্য আশিকের স্ত্রী-কন্যার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন দেবব্রত। তিনি বলেন, ‘আজ ডাক্তার তাদের [স্ত্রী ও কন্যা] রক্তের নমুনা নিয়েছেন এবং আগামীকাল বা পরশু রিপোর্ট দেবেন। আমরা তাকে সব ধরণের সহায়তা সরবরাহ করছি এবং তাঁর সাথে সারাক্ষণ যোগাযোগ রাখছি।'
রাজধানীর মুগদা হাসপাতালে আশিক যে কক্ষে রয়েছেন, সেটিও বুক করে দিয়েছে কোয়াব। বিষয়টি নিশ্চিত করে দেবব্রত বলেন, 'তিনি হাসপাতালে যে কক্ষে আছেন আমরা সেই কক্ষটিও বুক করে দিয়েছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীও তার খবর রাখছেন।'
এর আগে আশিকুর জানিয়েছেন, বেশ কিছুদিন যাবত তিনি ঠান্ডা জ্বরে ভুগছিলেন। সেই সঙ্গে বুকে ব্যথাও ছিল। এমন উপসর্গ নিয়েই তিনি ডাক্তারের কাছে গিয়েছিলেন।
আশিকুর বলেন, 'আমি প্রথমে বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম আমি টনসিল ফুলে গেছে, প্রথমে আমার গলা ব্যথা হয়েছে, তারপরে আস্তে আস্তে জ্বর আসে, তারপরে বুকে ব্যথা শুরু হয়। ডাক্তারের কাছে গিয়েছিলাম এবং পরে আমার পরীক্ষা করা হয়।'
সাবেক এই ক্রিকেটার ১৫টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ১৮টি লিস্ট এ ম্যাচ খেলে যথাক্রমে ৩৬ এবং ২১টি উইকেট নিয়েছেন। আশিকুর বাংলাদেশ নারী দলের এক সময়ের সহকারী কোচ ছিলেন।