বিদেশি ক্রিকেটার ছাড়া আইপিএল খেলবে না চেন্নাই!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার তান্ডবের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। টুর্নামেন্টটি ??াতিল হলে চার হাজার কোটি টাকা লোকশান হবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)।
সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল আয়োজনের জোর চেষ্টা চালাবে বিসিসিআই। আইপিএল হলেও বিদেশি খেলোয়াড় ছাড়াই হতে পারে এই টুর্নামেন্ট। এমনটাই ইঙ্গিত দিয়েছে আয়োজকরা।

এমনটা হলে আইপিএল খেলবে না বলে হুঁশিয়ারি দিয়েছে চেন্নাই সুপার কিংস। তারা বিদেশি ছাড়া আইপিএল আর সৈয়দ মুশতাক আলি ট্রফি খেলার মধ্যে কোনো পার্থক্য দেখছে না। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে শুধু ভারতীয়রাই অংশ নিতে পারে।
এ প্রসঙ্গে চেন্নাইয়ের একজন মুখপাত্র 'নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস'কে জানিয়েছেন, 'শুধু ভারতীয় খেলোয়াড় নিয়ে আইপিএল খেলতে আগ্রহী নয় চেন্নাই। তাহলে আইপিএল খেলার সঙ্গে সৈয়দ মুশতাক আলি ট্রফি খেলার কোনো পার্থক্য থাকবে না। আরেকবার একই টুর্নামেন্ট খেলার কোনোই মানে হয় না। বিসিসিআইয়ের সঙ্গে আমাদের ফ্র্যাঞ্চাইজির বর্তমানে যোগাযোগ নেই, কেননা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে (করোনাভাইরাসের কারণে)। আশা করি বছরের শেষ দিকে আমরা ভালোভাবেই আইপিএল আয়োজন করতে পারব।'
গত ২৩ মার্চ আইপিএলের এবারের আসর শুরু হওয়ার কথা ছিল। যদিও করোনার বিস্তারের কারণে তা পিছিয়ে ১৫ এপ্রিল নিয়ে যাওওয়া হয়। তবে করোনা পরিস্তিতি অনুকূলে না আসায় পরবর্তীতে এই আসরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়।
আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল চেন্নাই। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তিনবার আইপিএলের শিরোপা ঘরে তুলেছে দলটি। সবচেয়ে বেশিবার ফাইনাল খেলা দল হিসেবে দলটির নাম জ্বলজ্বল করছে রেকর্ড বুকে।