promotional_ad

সাংবাদিকদের নিয়ে সাকিবের ধারণা বদলানোর নেপথ্যে 'মেসি'

ফাইল ফটো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্যারিয়ারে এখন পর্যন্ত বাজে পারফরম্যান্সের কারণে গণমাধ্যমের শিরোনামে না আসলেও সাকিব আল হাসান অসংখ্য শিরোনামে এসেছেন নিজের আচরণগত কারণে। অন্যান্য ক্রিকেটারদের মতো সাংবাদিকদের সঙ্গে ভালো সম্পর্ক নেই সাকিবের, ক্রিকেট পাড়ায় প্রচলিত আছে এমন কথাও।


ক্যারিয়ারের শুরুর দিকে বিভিন্ন সময়ে ক্রীড়া সাংবাদিকদের প্রশ্নগুলোর উত্তর সহজভাবে দেননি সাকিব। এ কারণে সমালোচনাও শুনতে হয়েছে তাঁকে। একটানা তির্যক জবাব দেয়ার কারণে, সাংবাদিকদের প্রশ্নের ধরনে এসেছে আরও কাঠিন্য। সাকিবের উত্তরও হয়েছে তাই!



promotional_ad

সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে এসব নিয়েই কথা বলছিলেন সাকিব। এই আলোচনায় উঠে আসে ২০১১ সালের বিশ্বকাপে সাকিবের করা একটি মন্তব্য!


সেই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৫৮ রানে অলআউট হয় বাংলাদেশ। সেদিন সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল, 'এটাই কী বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ দিন কিনা'! উত্তরে বাকা সুরে অধিনায়ক সাকিব বলেছিলেন, 'আমি কী জানি, ক্রিকেটে আরও খারাপ দিনও আসতে পারে!'


এমন অনেক ঘটনাই আছে ক্রিকেট মাঠের বাইরে। তবে ক্যারিয়ারের শুরুর দিকে এমন ঘটনাগুলোকে সম্প্রতি 'ভুল' হিসেবে স্বীকার করে নিয়েছেন সাকিব। বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আরও পরিণত হচ্ছেন তিনি, দাবি করেছেন এমনটাও। এক্ষেত্রে সাকিবের দর্শন বদলে দিয়েছে তাঁর নিজের প্রিয় ফুটবলার লিওনেল মেসি!



সাকিব বলেন, '২০১১ সাল মানে ৯ বছর আগের কথা। আমার বয়স তখন ২৩-২৪ হবে। ২৩ বছরের একটা ছেলে একটা বিশ্বকাপ দলের অধিনায়ক। ভুল কিছু হতেই পারে। অস্বীকার করবো না, এগুলা ভুল ভ্রান্তি থাকবেই। যারা অস্বীকার করে তাঁদের ভুলটাই সবচেয়ে বেশি। আমি অস্বীকার করছি না, স্বীকার করছি। কৌশলগতভাবে এবং টেকনিক্যালি আমি এখন সংবাদ সম্মেলন অনেক ভালোভাবে সামাল দেই, অনেক পরিণত এবং অনেক ভালো বলতে পারি। যেটা আমি ২০১১-১২, বা ২০১৪ পর্যন্ত পারতাম না। এরপর থেকে ভালো হয়েছে।


মেসির খেলা দেখতে দেখতে আপনাদের (সাংবাদিকদের) দিকটা আমি বুঝতে শুরু করেছি। ও দুই একদিন পারফর্ম করতে পারেনি, আমি বলতাম, কী আজব আজকে এমন করছে কেন! তখন আমি এটা বুঝি যে, মানুষও তো মেসির মতো আমাদের খেলা দেখতে বসে অনেক আশা ভরসা নিয়ে। যখন সেটা হয় না হতাশা থেকে তাদেরও এমন কথা বের হয়। সাংবাদিকরা তো মানুষের জিনিসগুলোই তুলে ধরার চেষ্টা করে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball