বিসিবির নির্বাচক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পাইলট

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হওয়ার প্রস্তাব পেয়েছিলেন খালেদ মাসুদ পাইলট। যদিও বোর্ডের প্রস্তাব নাকচ করে দিয়েছেন সাবেক এই উইকেটরক্ষক।
মূলত অর্থনৈতিক বিষয়টিকে প্রাধান্য দেন পাইলট। যার কারণে ইচ্ছা থাকলেও নির্বাচক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি বলেন, ‘আমি প্রস্তাব পেয়েছিলাম নির্বাাচক হওয়ার। তবে বিসিবি তাদের সিদ্ধান্ত যা নেবার নিয়েছে। আমার কথা যদি বলি আপত্তি ছিল নির্বাচকদের যে সম্মানি দেয়া হয় তা নিয়ে। আমি মনে করি সেটা একেবারেই পর্যাপ্ত নয়। বাংলাদেশের টাকার হিসেবে করলে অনেক বেশি।
কিন্তু আমি মনে করি না এতে জীবন চালানো নিশ্চয়তা আছে। দল খারাপ করলেই বাদ দিয়ে দিবে। তখন কী করবো? কারণ এখানে আমি এত পরিশ্রম করব, আমার সব কিছু বাদ দিয়ে সেখানে মানসম্মত সম্মানি না পাই তাহলে কাজ করে লাভ কি!’
করোনার থমথমে পরিস্থিতিতে বর্তমানে নিজ শহর রাজশাহিতে আছেন পাইলট। সেখানে নিজের ক্রিকেট একাডেমিতে সময় দিচ্ছেন তিনি। নিজ ক্রিকেট একাডেমির মতো অন্যান্য ক্রিকেট একাডেমিগুলোকেও বিসিবির দৃষ্টিগোচরে দেখতে চান তিনি।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটকে যে জায়গাতে দাড়ানোর কথা ছিল সেখানে নেই। বিশেষ করে অবকাঠামোর উন্নতি হয়নি। বিসিবির মাত্র একটা ক্রিকেট একাডেমি। তাও মিরপুরে, তাহলে অন্য শহরে যে প্রতিভাগুলো আছে তারা কি করবে?
এর বাইরে বিভিন্ন জেলাতে যেসব ক্রিকেট একাডেমি আছে সেগুলোকে বিসিবি মূল্যায়ন করতে পারতো। এতে করে মানহীন একাডেমি এতো হতো না। যাদের কাছে জিম্মি হয়ে আছে অনেক ক্রিকেট প্রতিভা। এই একটি জায়গাতে বিসিবি দারুণ কিছু করতে পারতো। তাহলে আমাদের পাইপলাইনে অনেক অনেক বেশি ক্রিকেটার থাকত।’