ফিক্সারদের জন্য নতুন আইন আনছে পাকিস্তান

ছবি: ছবিঃ- পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ফিক্সারদের অপরাধি হিশেবে চিহ্নিত করে তাদের আরও বড় শাস্তি দেয়ার পক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইতোমধ্যেই ফিক্সিংয়ের আইন আরও কঠোর করা নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে বৈঠক করেছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি।
পাকিস্তানের মিডিয়াকে মানি বলেন, ‘আমি এরই মধ্যে সরকারের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। কারণ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মতো দেশগুলোতে ম্যাচ ফিক্সিংকে গুরুতর অপরাধ হিসেবেই ধরা হয়।

আমরা তাদের প্রক্রিয়াটা ভালোভাবে পর্যবেক্ষণ এবং আমরাও চাই ক্রিকেটে দুর্নীতিকে ক্রিমিনাল অ্যাক্ট হিসেবেই ধরা হোক।’
২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালে সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ ফিক্সিংয়ে ধরা পড়ার পর থেকে প্রায় প্রতি বছরই ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে পাকিস্তানে।
এমনকি কিছুদিন আগেই পাকিস্তান সুপার লিগে ফিক্সিং করে ধরা পড়েছেন বাঁহাতি ওপেনার শারজিল খান। ফিক্সারদের কড়া শাস্তি চান মানি। তবে শাস্তি শেষে ক্রিকেটে ফিরতে বাধা থাকবে না তাদের, একথাও জানালেন।
মানি আরও বলেন, ‘আমি কোন নির্দিষ্ট খেলোয়াড়ের কথা বলব না। তবে এখন যেসব খেলোয়াড় নিজেদের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেলেছে এবং রিহ্যাব প্রক্রিয়াও শেষ করেছে, তাদের অবশ্যই পুনরায় খেলার অধিকার রয়েছে। এটা সবার জন্যই এক।’