ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুললেন উথাপ্পা-ইরফানরা

ছবি: বেঙ্গালুরুর বিপক্ষে ১৬ বলে অপরাজিত ৩০ রান করেছেন মহেন্দ্র সিং ধোনি, বিসিসিআই

শেষের বলে চার মেরে নিজের চিরচেনা ভঙ্গিতেই মাঠ ছেড়েছেন ৪৩ বছর বয়সী সাবেক অধিনায়ক। তিন চার ও দুই ছক্কায় খেলেছেন ১৬ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস। ধোনির ১৮৭.৫০ স্ট্রাইক রেটের এমন ব্যাটিংয়ের পরও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৫০ রানে হেরেছে চেন্নাই। ২০০৮ সালের পর নিজেদের ঘরের মাঠে প্রথমবার বেঙ্গালুরুর কাছে হেরেছে তারা।
৯ নম্বরে ব্যাটিংয়ের ব্যাখ্যা দিলেন ধোনি
২৯ মার্চ ২৫
১৯৬ রান তাড়ায় ধোনির ওমন ইনিংসেও ১৪৬ রানে থেমে যাওয়ায় প্রশ্ন উঠছে ডানহাতি ব্যাটারের ব্যাটিং অর্ডার নিয়ে। ক্যারিয়ারের বেশিরভাগ সময় ছয় কিংবা সাতে ব্যাটিং করলেও সবশেষ কয়েক বছরে ধোনি ক্রমশই নিচের দিকে ব্যাটিং করছেন। যা নিয়ে ২০২৩ সালেও প্রশ্ন উঠেছিল। সেবার তিনি স্পষ্ট করে বলেছিলেন, ‘আমাকে বেশি দৌড়াতে বাধ্য কোরো না।’

বেঙ্গালুরুর বিপক্ষে ধোনি ব্যাটিংয়ে এসেছিলেন নয় নম্বরে। ডানহাতি ব্যাটারের আগে সুযোগ পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনের মতো ব্যাটাররা। সমর্থকরা মনে করেন, ধোনি আরও একটু আগে ব্যাটিংয়ে আসলে ম্যাচের ফলাফল ভিন্ন হতো পারতো। রবিন উথাপ্পা অবশ্য মনে করেন, ধোনি আগে আসলে চেন্নাইয়ের নেট রান রেট ভালো থাকতো।
রাজস্থানের প্রথম জয়ের দিনে পরাগকে জরিমানা
১৩ ঘন্টা আগে
এ প্রসঙ্গে উথাপ্পা বলেন, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য এটি গুরুত্বপূর্ণ একটা জয়। চীপকে চেন্নাইয়ের পয়া মাঠে এই জয় তাদের আত্মবিশ্বাস অনেক বাড়াবে। ধোনির নয় নম্বরে নামা যুক্তিহীন। সে আগে নামলে চেন্নাইয়ের রান রেটের কিছুটা উন্নতি হতো।’
ধোনির নয় নম্বরে আসা মানতে পারছেন না ইরফান পাঠানও। ভারতের সাবেক অলরাউন্ডার ম্যাচ শেষ হতেই ‘এক্স’ হ্যান্ডেলে জানান এটা চেন্নাইয়ের জন্য আদর্শ নয়। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘ধোনির নয় নম্বরে ব্যাট করা আমি কখনও মেনে নিতে পারব না। দলের জন্য আদর্শ নয়।’