'বুড়োদের' সঙ্গে মাঠে নামতে মুখিয়ে স্যাম কারান

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মহেন্দ্র সিং ধোনির সঙ্গে খেলতে মুখিয়ে আছেন স্যাম কারান। কিন্তু করোনাভাইরাসের কারণে এই অপেক্ষা আরও বাড়তে পারে ২১ বছর বয়সী এই ইংলিশ পেসারের।
২০১৯ আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছিলেন স্যাম কারান। ২০২০ আইপিএলের নিলামে তাঁকে সাড়ে পাঁচ কোটি রুপিতে দলে ভেড়ায় চেন্নাই। এবারের মৌসুমের সবচেয়ে দামী ইংলিশ ক্রিকেটার হিসেবে ধোনির দলে জায়গা করে নেন এই ইংলিশম্যান।

২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত হয় এবারের আসর। মঙ্গলবার ভারত সরকার লকডাউনের দিনক্ষণ বাড়িয়েছে ৩ মে পর্যন্ত। ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে এবারের আসর। ধোনির সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতে তাই অপেক্ষা আরও বেড়েছে স্যামের।
এক ভিডিও কনফারেন্সে তিনি বলেন, 'কেউ বলতে পারছে না আইপিএলের ভাগ্য। হয়তো হবে, এখন না হলেও বছরের কোনো এক সময় হবে। এবার চেন্নাইয়ের হয়ে খেলবো। অসাধারণ একটি দল। আইপিএলের অন্যতম সেরা। দলে ধোনির মতো ক্রিকেটার আছে। তার অধীনে খেলা এবং অভজ্ঞতা নিতে মুখিয়ে আছি। ধোনির সঙ্গে ড্রেসিং রুপ শেয়ার করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।'
আইপিএলের বুড়োদের দল বলা হয় চেন্নাইকে। দলের বেশিরভাগ ক্রিকেটারই ৩০ ঊর্ধ্ব। সেই সঙ্গে অভিজ্ঞতা সম্পন্ন। এছাড়া কিংবন্দন্তীতে মেলা বসে এই দলে। ২১ বছর বয়সী স্যাম বুড়োদের সঙ্গে খেলতে পেরেই আনন্দিত।
স্যাম আরো বলেন, 'চেন্নাই দলটিকে সবাই বুড়োদের দল বলে। এখানের প্রায় সবাই একটু বয়স্ক। অনেক কিংবদন্তীরা খেলে গেছেন এবং খেলছেন। আশা করছি তাঁদের থেকে অভিজ্ঞতা এবং টিপস নিতে পারবো। মুখিয় আছি সত্যি।'