promotional_ad

ভারতের বিপক্ষে খেলা 'পাই ইন দ্য স্কাইয়ের' মতোঃ মানি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তান ক্রিকেটকে টিকিয়ে রাখতে হলে ভারতের সাহায্য প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন এহসান মানি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ভারতের বিপক্ষে ক্রিকেটীয় সূচি মেনে খেলাকে 'পাই ইন দ্যা স্কাই' (এমন প্রত্যাশা, যা কখনো পূর্ণ হওয়ার মত নয়) আখ্যা দিয়েছেন। 


এর আগে পিসিবির সঙ্গে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) চুক্তি স্বাক্ষর করেছিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই চুক্তি অনুযায়ী আইসিসির এফটিপি অনুসারে দু’দেশের মধ্যকার ক্রিকেটসূচি মেনে চলার কথা ছিল তাদের। কিন্তু সেটি করেননি ভারত। আর এতে পাকিস্তানের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি।



promotional_ad

পিসিবি প্রধান তাই বলেছেন, ‘আমরা হয়তো অনেক ভুক্তভোগি হয়েছি তারা আমাদের সঙ্গে না খেলার কারণে। কিন্তু এখন আর ভারত আমাদের চিন্তা কিংবা পরিকল্পনা- কোনো কিছুতেই নেই। এটা হচ্ছে ‘পাই ইন দ্য স্কাই’ (এমন প্রত্যাশা, যা কখনো পূর্ণ হওয়ার মত নয়)- এর মতো। তাদেরকে ছাড়াই আমাদের ক্রিকেট বেঁচে থাকবে এবং আমাদের ক্রিকেট টিকিয়ে রাখার জন্য তাদের কোনো প্রয়োজন নেই।’


২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে ভারতের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি পাকিস্তান। সুদূর ভবিষ্যতেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখা যাবে কিনা সেটি নিয়ে সন্দিহান পিসিবি চেয়ারম্যান। যদিও খেলার সঙ্গে রাজনীতিকে জড়াতে চান না তিনি।


এহসান মানি বলেন, ‘আমরা এখন শুধুমাত্র আইসিসি ইভেন্ট এবং এশিয়া কাপেই তাদের সঙ্গে খেলছি। এটাই যথেষ্ট। কারণ, আমরা ক্রিকেট খেলতে চাই। আমরা সব সময়ই রাজনীতি এবং খেলাকে আলাদা রাখত চাই। যদি ভারত আমাদের সঙ্গে খেলবে না মনে করে, তাহলে আমাদেরকেও তাদের ছাড়াই চলতে হবে এবং ভিন্ন কোনো পরিকল্পনা করতে হবে। একবার নয়, দু’বার তারা আমাদের সঙ্গে খেলবে বলে ওয়াদা দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করে নিয়েছে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball