চট্টগ্রামের একাদশে বিধ্বংসী গেইল

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
নাটকীয়তার ইতি টেনে অবশেষে গত সোমবার বাংলাদেশে এসে পৌঁছেছেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। মঙ্গলবার (৭ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় খেলায় রাজশাহী রয়্যালসের মোকাবেলা করবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ম্যাচে চট্টগ্রামের হয়ে মাঠে নামছেন ক্যারিবিয়ান বাঁহাতি ব্যাটসম্যান গেইল।
চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) চট্টগ্রামের হয়ে বাকি ম্যাচগুলো খেলবেন তিনি। গেইলের সঙ্গে এই ম্যাচে ফিরেছেন চট্টগ্রামের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

গত ম্যাচের একাদশ থেকে শ্রীলঙ্কার ক্রিকেটার আসেলা গুনারত্নকে বসিয়েছে চট্টগ্রাম। এছাড়া পেসার মেহেদী হাসান রানার পরিবর্তে দলে এসেছেন মুক্তার আলী। একাদশ থেকে বাদ পড়েছেন জুনায়েদ সিদ্দিকি।
রাজশাহী রয়্যালসের একাদশেও এসেছে পরিবর্তন। দলে ফিরেছেন অধিনায়ক আন্দ্রে রাসেল। একাদশের বাইরে রাখা হয়েছে মোহাম্মদ নাওয়াজকে। এছাড়া পেসার আবু জায়েদ রাহির পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
রাজশাহী রয়্যালস একাদশঃ লিটন দাস, আফিফ হোসেন, শোয়েব মালিক, ইরফান শুক্কুর, রবি বোপারা, আন্দ্রে রাসেল (অধিনায়ক), অলক কাপালি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ ইরফান।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লেন্ডল সিমন্স, ইমরুল কায়েস, ক্রিস গেইল, চ্যাডইউক ওয়ালটন, নুরুল হাসান, রুবেল হোসেন, নাসুম আহমেদ, মুক্তার আলী, ক্যাসরিক উইলিয়ামস, জিয়াউর রহমান।