ফিরেই টস জিতলেন মাহমুদউল্লাহ

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা পর্ব দিয়ে শেষ হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) গ্রুপ পর্বের খেলা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) ঢাকা পর্বের প্রথম দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হতে যাচ্ছে রাজশাহী রয়্যালস এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে পয়েন্ট টেবিলের শীর্ষ এই দুই দলের ম্যাচ।
ম্যাচটির টস ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ইনজুরি সেরে ফিরেছেন দীর্ঘদিন পর দলে ফিরেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফিরেই টস জিতেছেন চট্টগ্রামের দলপতি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম।

এ ম্যাচে একাদশে এসেছে পরিবর্তন এসেছে রাজশাহী রয়্যালসেরও। ইনজুরি শঙ্কা কাটিয়ে ফিরেছেন রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেলও।
রাজশাহী রয়্যালসঃ লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালি, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুককুর, মিনহাজুল আবেদিন আফ্রিদি, নাহিদুল ইসলাম, রবি বোপারা, হজরত উল্লাহ জাজাই, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ইরফান।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিস্কা ফার্নান্ডো, রায়াদ এম্রিত, রায়ান বার্ল, আসিলা গুনারত্নে, চ্যাডইউক ওয়ালটন, লেন্ডল সিমন্স।