promotional_ad

'বিপিএল দিয়ে শুরু হয়েছে, শেষ হোক টেস্ট দিয়ে'

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট থেকে হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে ঢাকা প্লাটুন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজশাহী রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিষেক হয়েছে লক্ষ্মীপুর জেলার তরুণ এই পেসারের।


বয়সভিত্তিক ক্রিকেটে দুর্দান্ত বোলিং করে সকলের নজরে এসেছিলেন হাসান মাহমুদ। ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দারুণ পারফর্ম করেছিলেন ডানহাতি এই পেসার। নিউজিল্যান্ডের মাটিতে অসাধারণ বোলিং করে ৪.০০ ইকোনমিতে ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন মাহমুদ।


এরপর সুযোগ মেলে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলার। ২০১৮ সালে পূর্বাঞ্চলের হয়ে বাংলাদেশ লিগে অভিষেক হয় মাহমুদের। ৪ ম্যাচ খেলে ১১ উইকেট নেন তিনি। এরপর বেশ কিছুদিন ইনজুরিতে ছিলেন এই তরুণ।


promotional_ad

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) গত আসর দিয়ে মাঠে ফেরেন তিনি। চট্টগ্রাম বিভাগের হয়ে ১ ম্যাচ খেলার সুযোগ পান, যেখানে ৫ উইকেট নেন এই পেসার। জাতীয় ক্রিকেট লিগে এই তরুণের অভিষেক হয় ২০১৮ সালে। সেবার চট্টগ্রাম বিভাগের হয়ে ৩ ম্যাচ খেলে ৬ উইকেট নেন তিনি।


ঘরের মাঠে ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করেই মূলত বিপিএলে দল পেয়েছেন হাসান মাহমুদ। টুর্নামেন্টে ৪ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন তিনি। দলকে ফাইনালে তোলার পেছনে বড় ভূমিকা ছিল এই পেসারের। নেপালে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে সাউথ এশিয়ান গেমসেও খেলেন তিনি। সেখানে ৩ ম্যাচে নেন ৩ উইকেট।


এবার বঙ্গবন্ধু বিপিএলে আগুনে বোলিং দিয়ে প্রতিপক্ষের ত্রাস হবে হাসান মাহমুদ। গতিময় বোলিংয়ের জন্যই সবার কাছে বেশি পরিচিতি পেয়েছেন ২০ বছর বয়সী এই তরুণ। এক সময় বাংলাদেশের টেস্ট দলে খেলবেন তিনি, এমন প্রত্যাশা করছেন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফিও।


ঢাকার হয়ে মাঠে নামার আগে হাসান মাহমুদের মাথায় ক্যাপ পরিয়ে দেন মাশরাফি। সে সময় এই তরুণকে উদ্দেশ্য করে একটি উক্তিই বলেন মাশরাফি, 'বিপিএল দিয়ে শুরু হয়েছে, শেষ হোক টেস্ট দিয়ে।'


এবারের বিপিএল দিয়ে কোচ হিসেবে অভিষেক হচ্ছে বাংলাদেশের সাবেক পেসার সৈয়দ রাসেলের। ঢাকা প্লাটুনের বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে তাঁকে। তরুণ এই পেসারকে নিয়ে তিনি বলেন, 'তাকে (মাহমুদ) আমরা আজ অভিষেক করাচ্ছি। আশা করছি সে বাংলাদেশের জাতীয় দলে খেলবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে। ওর ভেতরে সেরকম প্রতিভা রয়েছে।'


২০১৫ সালে জাতীয় অনুর্ধ্ব-১৫ দলে খেলার সুযোগ পান হাসান মাহমুদ। ২০১৬ সালে প্রথমবার অনূর্ধ্ব-১৯ দলে ডাক পান তিনি। ২০১৭ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয় তাঁকে। এরপর নিজের পারফরম্যান্স দিয়ে এখন সবার নজরে এই তরুণ।


ক্রিকেট ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ১৫টি লিস্ট 'এ' ম্যাচ খেলেছেন হাসান মাহমুদ। যেখানে তাঁর উইকেট সংখ্যা যথাক্রমে ২৪ এবং ১৯টি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball