promotional_ad

ভারতের রানের পাহাড়ে পিষ্ট ওয়েস্ট ইন্ডিজ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং বিরাট কোহলির বিধ্বংসী ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে রানের পাহাড়ে পিষ্ট করে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি জিতে নিয়েছে ভারত। সফরকারীদের বিপক্ষে ৬৭ রানের বিশাল জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জেতে স্বাগতিকরা।


মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার আগে ব্যাটিং করে ২০ ওভারে ২৪০ রানের পুঁজি দাঁড় করায় ভারত। জবাবে ১৭৩ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ভারতের হয়ে রোহিত, রাহুল, কোহলি তিনজনই হাফ সেঞ্চুরি করেছেন। ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ড খেলেছেন দলের হয়ে একমাত্র হাফ সেঞ্চুরির ইনিংস।


টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭০ রান তোলেন ভারতীয় দুই ওপেনার রোহিত এবং রাহুল।


ইনিংসের ১৩তম ওভারে প্রথম উইকেট হারায় ভারত। কেসরিক উইলিয়ামসকে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হন ৩৪ বলে ৭১ রানের ইনিংস খেলা রোহিত। ১৩৫ রানে ভাঙ্গে ভারতের উদ্বোধনী জুটি।



promotional_ad

তিনে নেমে রানের খাতা খোলার আগেই ঋষভ পান্তকে ফেরান পোলার্ড। এরপর রাহুলের সঙ্গে জুটি গড়েন অধিনায়ক কোহলি। ওপেনার রাহুল হাফ সেঞ্চুরি করে এগোতে থাকেন সেঞ্চুরির দিকে। অন্যপ্রান্তে ক্যারিবিয় বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন কোহলি। ৫৬ বলে ৯১ রানের ইনিংস খেলে আউট হন রাহুল, কিন্তু ২৯ বলে ৭০ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন কোহলি।


ভারতীয় ব্যাটসম্যানদের সামনে সুবিধা করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের কোনো বোলার। সকলের ইকোনমি ছিল দশের উপরে। দলের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শেলডন কটরেল, কেসরিক উইলিয়ামস এবং কাইরন পোলার্ড।


রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে শুরুতেই পিছিয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১৭ রানেই দলের দুই ওপেনার চার নম্বর ব্যাটসম্যানকে হারায় দলটি। চতুর্থ উইকেটে কিছুটা আশা জাগান পোলার্ড এবং শিমরন হেটমায়ার। ৭৪ রানের জুটি গড়ে ৪১ রানের ইনিংস খেলে আউট হন হেটমায়ার। লড়াই চালিয়ে যান পোলার্ড।


৬৮ রানে পোলার্ড ফিরলে ওয়েস্ট ইন্ডিজ আর বেশিদুর যেতে পারেননি। ১৭৩ রানে থামে সফরকারীদের ইনিংস। দুই বছর পর খেলতে নেমে আলো ছড়িয়েছেন মোহাম্মদ শামি। এই পেসারের মতো দুটি করে উইকেট নিয়েছেন দীপক চাহার ও ভুবনেশ্বর কুমার। রিস্ট স্পিনার কুলদীপও নিয়েছেন ২টি।


সংক্ষিপ্ত স্কোরঃ



ভারতঃ ২০ ওভার ২৪০/৩ (রাহুল ৯১, রোহিত ৭১; পোলার্ড ১/৩৩, উইলিয়ামস ১/৩৭)।


ওয়েস্ট ইন্ডিজঃ ২০ ওভারে ১৭৩/৮ (পোলার্ড ৬৮, হেটমায়ার ৪১; চাহার ২/২০, শামি ২/২৫)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball