বঙ্গবন্ধু বিপিএলের যতো প্রথম
ছবি: ছবিঃ বিসিবি

|| সিনিয়র ক্রিকেট করেসপন্ডেন্ট ||
মাঠে গড়িয়েছে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবার বঙ্গবন্ধু বিপিএল নামে অনুষ্ঠিত হচ্ছে আসরটি। উদ্বোধনী ম্যাচে বুধবার দেড়টায় মিরপুরে মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার। পরের ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্স। এই দুই ম্যাচ দিয়ে প্রায় সব ‘প্রথম’ দেখে ফেলেছে টি-টোয়েন্টি আসরটি। এক নজরে দেখে নেওয়া যাক এবারের আসরের প্রথম ঘটনাগুলো।
প্রথম ম্যাচ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট থান্ডার।
প্রথম ভেন্যু: মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
প্রথম টস: রায়াদ এমরিট (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ও মোসাদ্দেক হোসেন সৈকত (সিলেট থান্ডার)।
প্রথম টসজয়ী দল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ।
প্রথম টসজয়ী অধিনায়ক: রায়াদ এমরিট (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)।
প্রথম বোলিং নেওয়া দল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ।
প্রথম ব্যাটিং পাওয়া দল: সিলেট থান্ডার।
প্রথম আম্পায়ার: শরিফুদ্দৌলা সৈকত (বাংলাদেশ), প্রাগিথ রামবুকভেলা (শ্রীলঙ্কা)।
প্রথম টিভি আম্পায়ার: গাজী সোহেল (বাংলাদেশ)।
প্রথম ম্যাচ রেফারি: রাকিবুল হাসান (বাংলাদেশ)।

প্রথম ব্যাটসম্যান: রনি তালুকদার ও জনসন চার্লস (সিলেট থান্ডার)।
প্রথম রান: রনি তালুকদার (সিলেট থান্ডার), বোলার- নাসুম আহমেদ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)।
প্রথম চার: রনি তালুকদার (সিলেট থান্ডার), বোলার: রুবেল হোসেন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)।
প্রথম ছয়: মোহাম্মদ মিঠুন (সিলেট থান্ডার), বোলার: মুক্তার আলী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)।
প্রথম হাফ সেঞ্চুরি: মোহাম্মদ মিঠুন (সিলেট থান্ডার)।
প্রথম রিভিউ: সিলেট থান্ডার, ফল- আম্পায়ারের সিদ্ধান্ত বহাল ।
প্রথম বোলার: নাসুম আহমেদ (সিলেট থান্ডার)।
প্রথম ওয়াইড: ক্রিসমার সান্টোকি (সিলেট থান্ডার)।
প্রথম নো বল: ক্রিসমার সান্টোকি (সিলেট থান্ডার)।
প্রথম ফ্রি হিট: আভিষ্কা ফার্নান্দো (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স), রান: শূন্য।
প্রথম লেগ বাই: বোলার- নাসুম আহমেদ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স), চার রান।
প্রথম উইকেট: বোলার- রুবেল হোসেন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স), ব্যাটসম্যান- রনি তালুকদার (সিলেট থান্ডার)।
প্রথম বোল্ড: বোলার- নাসুম আহমেদ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স), ব্যাটসম্যান- জনসন চার্লস (সিলেট থান্ডার)।
প্রথম ক্যাচ: নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স), ব্যাটসম্যান- রনি তালুকদার (সিলেট থান্ডার), বোলার- নাসুম আহমেদ (সিলেট থান্ডার)।
প্রথম এলবিডব্লিউ: বোলার- মোসাদ্দেক হোসেন সৈকত (সিলেট থান্ডার), ব্যাটসম্যান- রায়ান বার্ল (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)।
প্রথম স্টাম্পিং: ব্যাটসম্যান- ডেভিড মালান (কুমিল্লা ওয়ারিয়র্স), বোলার- সঞ্জিত সাহা (রংপুর রেঞ্জার্স), উইকেটরক্ষক- মোহাম্মদ শাহজাদ (রংপুর রেঞ্জার্স)।
প্রথম ক্যাচ মিস: জুনায়েদ সিদ্দিকী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)।
প্রথম ম্যাচজয়ী দল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (৫ উইকেটে জয়ী)।
প্রথম ম্যাচ হারা দল: সিলেট থান্ডার।
প্রথম ম্যাচজয়ী অধিনায়ক: রায়াদ এমরিট (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)।
প্রথম ম্যাচসেরা: ইমরুল কায়েস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)।