শুরুর ধাক্কা সামলাচ্ছেন সৌম্য-ভানুকা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
কুমিল্লা ওয়ারিয়র্সঃঃ৩০/১ (৪ ওভার)
(সৌম্য ২১*, ভানুকা ৯*)

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমেছে রংপুর রেঞ্জার্স। ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে ব্যাটিংয়ের কুমিল্লার অধিনায়ক দাসুন শানাকা।
শুরুর ধাক্কা সামলাচ্ছেন সৌম্য-ভানুকাঃ
ইনিংসের প্রথম বলেই মোহাম্মদ নবির বলে বোল্ড হয়ে আউট হয়েছেন ইয়াসির আলী। এরপর শুরুর ধাক্কা সামাল দেন ওপেনার ভানুকা রাজাপাকশে এবং টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার।
রংপুর রেঞ্জার্সঃ
মোহাম্মদ নবি (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, লুইস গ্রেগরি, জুনাইদ খান, মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, তাসকিন আহমেদ, ফজলে রাব্বি, জহুরুল ইসলাম, জাকির হাসান এবং সঞ্জিত সাহা।
কুমিল্লা ওয়ারিয়র্সঃ
মুজিব উর রহমান, ডেভিড মালান, দাসুন শানাকা (অধিনায়ক), ভানুকা রাজাপাকশে, সৌম্য সরকার, আল আমিন, ইয়াসির আলী, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি এবং মাহিদুল অঙ্কন।