ভারতীয় নির্বাচক প্যানেল পরিবর্তনের দাবি হরভজনের

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচক প্যানেলের সমালোচনা করেছেন হরভজন সিং। এই প্যানেল পরিবর্তন করে সামর্থ্যবানদের দায়িত্ব দেয়ার জন্য বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির কাছে অনুরোধ করেছেন ভারতীয় এই স্পিনার।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন। সেই সিরিজে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি তিনি। অথচ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ থেকে বাদ দেয়া হয় স্যামসনকে। প্রতিভা দেখানোর সুযোগ না দিয়েই এই ক্রিকেটারকে বাদ দেয়ায় সমালোচনার মুখে পড়ে বিসিসিআইয়ের নির্বাচক প্যানেল।

এমন দল নির্বাচন বেশ হতাশ করেছে ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের এমপি শশী ঠাররকে। নিজের টুইটারের পাতায় তিনি লিখেছেন, 'সুযোগ না দিয়েই সাঞ্জু স্যামসনকে বাদ দেয়া খুবই হতাশাজনক। সে তিনটি টি-টোয়েন্টিতে পানি টেনেছে এবং এরপর তাঁকে বাদ দেয়া হলো। তাঁরা (নির্বাচকরা) কি ওর ব্যাটিং সামর্থ্য পরীক্ষা করছে নাকি হৃদয়?'
তাঁর এই টুইটারের জবাব দিয়েছেন হরভজন। সেখানে গাঙ্গুলির কাছে নির্বাচক প্যানেল পরিবর্তনের আবেদন করেছেন তিনি। ভারতের হয়ে ১০৩ টেস্ট খেলা অফ স্পিনার হরভজন লিখেছেন, 'আমি মনে করি তাঁরা ওর মনোবলের পরীক্ষা নিচ্ছে। নির্বাচক প্যানেল পরিবর্তন হওয়া উচিত। সামর্থ্যবান মানুষের প্রয়োজন। আশাকরি দাদা সৌরভ গাঙ্গুলি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।'
২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্যামসন। এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি। শেষবার বাংলাদেশ সিরিজে ডাক পেলেও খেলার সুযোগ হয়নি ডানহাতি এই ব্যাটসম্যানের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের টেস্ট শুরুর আগে কলকাতায় আসন্ন এই সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে দলটি।