শান্তর যাওয়া, না যাওয়া নিয়ে ধোঁয়াশা

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে আজ রাতেই কলকাতা যাওয়ার কথা নাজমুল হোসেন শান্তর। কিন্তু পরবর্তীতে এই সিদ্ধান্ত পরিবর্তন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এখনো শান্তর কলকাতা যাওয়া নিয়ে রয়েছে ধোঁয়াশা।
ভারতের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টের আগে আঙুলের ইনজুরিতে পড়েন স্কোয়াডে থাকা তরুণ ওপেনার নাঈম শেখ। এরপর ম্যাচ চলাকালীন মাথায় আঘাত পান লিটন দাস এবং নাঈম শেখ। যে কারণে 'কনকশান সাব' হিসেবে খেলানো হয় মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলামকে।

আইসিসির নিয়মে বদলি খেলোয়াড় হতে হয় 'লাইক ফর লাইক'। অর্থাৎ ব্যাটসম্যানের জন্য ব্যাটসম্যান এবং বোলারের জন্য বোলার। কিন্তু বাংলাদেশের স্কোয়াডে পর্যাপ্ত ক্রিকেটার না থাকায় মিরাজ নেমেছেন লিটনের বদলি হিসেবে। তাই বোলিং করতে পারবেন না মিরাজ।
নাঈমের বদলি হওয়ায় বোলিং-ব্যাটিং দুটিই করেছেন তাইজুল। বাংলাদেশের স্কোয়াডে মুস্তাফিজুর রহমান ব্যতীত আরও কোনো ক্রিকেটার নেই। দলের বাড়তি ক্রিকেটার রাখা জরুরি মনে করে বাঁহাতি ব্যাটসম্যান শান্তকে কলকাতায় নেয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।
এদিকে ভারতের বিপক্ষে চলমান দিবা-রাত্রির টেস্টে বাজে অবস্থায় রয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরি ইনিংসে তৃতীয় দিনে খেলা নিতে পেরেছে স্বাগতিকরা। তৃতীয় দিনের প্রথম সেশনেই অলআউট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। কারণ ইতোমধ্যে ৬ উইকেট হারিয়েছে তারা।
উইকেটে শুধু রয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তাঁকে সঙ্গ দেয়ার মতো অভিজ্ঞ কোনো ব্যাটসম্যান নেই। মাহমুদউল্লাহ রিয়াদ পায়ে চোট পেয়ে মাঠ ছেড়েছেন দ্বিতীয় দিনেই। রবিবার তাঁর মাঠে নামা নিয়ে রয়েছে শঙ্কা।
জাতীয় দলের স্কোয়াডে না থাকলেও ঘরের মাঠে ইমার্জিং দলের নেতৃত্বে ছিলেন শান্ত। তাঁর অধীনে প্রথমবারের মতো ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ।