promotional_ad

গোলাপি বলে বাংলাদেশের প্রথম হাফ সেঞ্চুরি মুশফিকের

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দল ধুঁকছে, তবে ব্যাট হাতে এক প্রান্ত আগলে রেখেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে কলকাতা টেস্টের দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। গোলাপি বলের ক্রিকেটে বাংলাদেশের প্রথম হাফ সেঞ্চুরি করা ব্যাটসম্যান মুশফিক।


ইনিংসের ২৬তম ওভারে ভারতীয় বিধ্বংসী পেসার ইশান্ত শর্মাকে চার মেরে হাফ সেঞ্চুরির ঘরে পৌঁছান ডানহাতি এই ব্যাটসম্যান। দলের বিপর্যয়ে দুর্দান্ত ইনিংস খেলে ৫৪ বলে হাফ সেঞ্চুরি করেছেন মুশফিক, যেখানে ৯টি চার মেরেছেন তিনি।



promotional_ad

টেস্ট ক্যারিয়ারে এটি মুশফিকের ২১তম হাফ সেঞ্চুরি। বর্তমানে ৬২ বলে ৫৫* রান নিয়ে উইকেটে আছেন পাঁচ নম্বরে নামা দেশসেরা অভিজ্ঞ এই ব্যাটসম্যান।


বাংলাদেশি পেসাররা যখন দাপট দেখানো শুরু করে তখনই ইনিংস ঘোষণা করে দেয় ভারত। ৯ উইকেটে ৩৪৭ রান তোলে দলটি। ২৪১ রানের লিড পায় স্বাগতিকরা।


প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের শুরুতেও ভারতীয় পেসার সামনে নতিস্বীকার করেন। ১৩ রানেই ৪ উইকেট হারিয়ে ধ্বংসের পথে থাকা বাংলাদেশের হাল ধরেন মুশফিক এবং মাহমুদউল্লাহ রিয়াদ।



মাহমুদউল্লাহ ৪১ বলে ৩৯ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেও মুশফিক দেখান নিজের ব্যাটিং সামর্থ্য। বর্তমানে তাঁর উপর ভর করে এগোচ্ছে বাংলাদেশ। যদিও ইতোমধ্যে ৫ উইকেট হারিয়েছে সফরকারী দলটি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball