সাউথ এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের লক্ষ্য বাংলাদেশের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাউথ এশিয়ান (এসএ) গেমেসের ১৩তম আসরে স্বর্ণ জিততে চায় বাংলাদেশ। ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে হারের পর এমনটাই জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইমার্জিং কাপের ফাইনালে হারলেও সেমিফাইনাল পর্যন্ত ইতিবাচক ক্রিকেট খেলেছে বাংলাদেশ। আর এই ইতিবাচক ক্রিকেটই এসএ গেমসে খেলতে চায় শান্তবাহিনী।
পহেলা ডিসেম্বর থেকে নেপালের কাঠমান্ডুতে শুরু হবে দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের ১৩তম আসর। এবারের আসরে আট বছর পর অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিকেটকে। যেখানে এবার অংশ নিচ্ছে বাংলাদেশ নারী এবং পুরুষ দল।

নারীদের দল ঘোষণা করা হলেও এখনো জানানো হয়নি ছেলেদের স্কোয়াডে কারা থাকছেন। তবে শোনা যাচ্ছে, ইমার্জিং এশিয়া কাপে অংশ নেয়া দলকেই পাঠানো হবে নেপালে। নেতৃত্বের ভার থাকবে নাজমুল হোসেন শান্তর কাঁধেই।
স্কোয়াড নিয়ে অনুষ্ঠানিক ঘোষণা না এলেও শান্ত জানিয়েছেন, স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে নেপালের উদ্দেশ্যে বিমান ধরবে তার দল। শান্ত বলেন, 'ওইখানেও বড় আশা নিয়ে যাচ্ছি। এতোদিন যেভাবে ক্রিকেট খেলে আসছি আজকে ছাড়া তিনটা ম্যাচ বা সেমিফাইনাল ছাড়া।
`এই ইতিবাচক মানসিকতা যদি নিয়ে যেতে পারি আশা করছি ভালো ফলাফল পাওয়া সম্ভব। আমরা যখন এই টুর্নামেন্ট শুরু করি তখন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে করেছিলাম। যে টুর্নামেন্টই শুরু করি সেখানে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই খেলি। সেখানেও লক্ষ্য থাকবে স্বর্ণ জেতার।` শান্ত আরও যোগ করেন।
সাউথ এশিয়ান (এসএ) গেমেস ২৮টি ডিসিপ্লিনে ৮টি দেশের অ্যাথলেটরা একক, দ্বৈত ও দলগত বিভিন্ন ইভেন্টে অংশ লড়বে। আসন্ন এই টুর্নামেন্টটি শান্ত-আফিফদের জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। তবে অভিজ্ঞতা নতুন হলেও ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।
শান্ত আরও বলেন,`অবশ্যই নতুন একটা অভিজ্ঞতা। তারপরও আমি বলবো যে ক্রিকেটই খেলতে হবে। নতুন কোন কিছু না শুধু নামটা আলাদা। যেভাবে খেলে আসছি এভাবে খেললেও ভালো ফলাফল আসবে।`