promotional_ad

লজ্জার রেকর্ডে কোহলি

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিরাট কোহলি তাঁর টেস্ট ক্যারয়ারে ঘরের মাঠে তিনবার শূন্য রানে আউট হয়েছেন। এর সর্বশেষটি ইন্দোর টেস্টে বাংলাদেশের বিপক্ষে।টাইগার পেসার আবু জায়েদের ভেতরে ঢোকানো বলে পুরো পরাস্ত হয়ে এলবিডব্লিউ হয়ে আউট হয়েছেন তিনি।


আম্পায়ার কিন্তু প্রথমে আবেদনে সাড়া দেননি। এরপর উইকেটরক্ষক লিটন দাস অধিনায়ক মুমিনুল হককে রিভিউ নেয়ার জন্য পরামর্শ দেন। থার্ড আম্পায়ার আউট ঘোষণা করেন কোহলিকে।



promotional_ad

এর আগে ২০১৬ সালে ঘরের মাঠ পুনেতে শূন্য রানে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের শিকার হয়েছিলেন কোহলি। এরপর ২০১৭ সালে কলকাতা টেস্টে শ্রীলঙ্কার পেসার সুরাঙ্গা লাকমলের বলে ভারতীয় অধিনায়ক আউট হয়েছিলেন শূন্য রানে।


এবার তৃতীয় বারের মতো ঘরের মাঠে রানের খাতা খোলার আগেই আউট হয়েছে কোহলি। এর মধ্য দিয়ে আরও বেশ কয়েকটি রেকর্ডে নাম উঠেছে ভারতের এই অধিনায়কের। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে বাংলাদেশের বিপক্ষে শূন্য রানে আউট হলেন কোহলি।


এর আগে ২০০৪ সালে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে শূন্য রানে আউট হয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। অর্থাৎ টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে শূন্য রানে আউট হয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। 



এ নিয়ে ক্যারিয়ারের দশমবারের মতো শূন্য রানে আউট হলেন কোহলি। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় বলে আউট হয়েছেন ৪ বার করে। একবার চতুর্থ বলে এবং আরেকবার ১১তম বলে। ১৪০ ইনিংসে এসে টেস্ট ক্যারিয়ারের দশম ডাক মেরেছেন কোহলি।


কোহলি এখন পর্যন্ত কোনো পঞ্জিকাবর্ষে দুইবারের বেশি শূন্য রানে আউট হননি। চলতি বছর এরই মধ্যে দুইবার শূন্য রানে আউট হয়েছেন তিনি। এর আগে ২০১১, ২০১৪, ২০১৭ ও ২০১৮ সালে দুইবার করে শূন্য রানে আউট হয়েছেন ভারতীয় দলপতি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball