promotional_ad

শৈশবের অপূর্ণতা পোড়ায় কোহলিকে

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারতের উঠতি ক্রিকেটাররা এখন সরাসরি জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন দেখতে পারেন এবং নেট সেশন উপভোগ করতে পারেন। তবে বিরাট কোহলি শৈশবে এই সুযোগ পাননি। এটা নিয়ে আক্ষেপ রয়ে গেছে তাঁর।


বাংলাদেশের বিপক্ষে ইন্দোর টেস্ট শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে ভারতের এই অধিনায়ক জানিয়েছেন, শৈশবে এমন সুযোগ পেলে তাঁদের জন্য অনেক ভালো হতো।অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৫ দলে খেলার সময় মাঠের পেছন দিয়ে গিয়ে অনুশীল করতে হতো তাদের।



promotional_ad

এ প্রসঙ্গে কোহলি বলেছেন, ‘আমাদের সময় নেটে আসার, দেখার এতোটা সুযোগ ছিল না। সেই সময়ে রঞ্জি ট্রফির খেলোয়াড়দের কাছে যেতে পারাও, তাদের নেট দেখতে পারা ছিল বড় ব্যাপার। অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৫ দলে খেলার সময় আমরা পেছন দিয়ে গিয়ে কোটলা মাঠে অনুশীলন করতাম। আমরা যদি সে সময় দেখার সুযোগ পেতাম আমাদের জন্য খুব ভালো হতো।’


কোহলি মনে করেন জাতীয় দলের তারকাদের অনুশীলন দেখা তরুণ ক্রিকেটারদের জন্য অনেক অনুপ্রেরণার। তিনি এখন বুঝতে পারেন, এটা তরুণ ক্রিকেটারদের মনে কতটা রোমাঞ্চ ছড়ায়।


কোহলি বলেছেন, ‘এখনকার দিনে নেট দেখতে পারার যে ব্যাপারটা, এটা আমার কাছে অসাধারণ মনে হয়। এতো কাছ থেকে কারো ব্যাটিং দেখা, তার মুভমেন্ট দেখা, তার ভারসাম্য দেখা দারুণ ব্যাপার।’



নেট অনুশীলন কোহলি কতটা উপভোগ করেন, সেটা অনেকবারই বলেছেন তিনি। অনুশীলনের রোমাঞ্চ এবং উত্তেজনা দারুণ উপভোগ করেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। 


কোহলি বলেন, ‘নেটে যখন রোমাঞ্চকর কোনো বোলার আসে, তাকে খেলতে ভালো লাগে। কারণ, সে আউট করার জন্য পুরো চেষ্টাটাই করে। ভালো ভালো বোলারও আসে। যারা নিজের স্কিলকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারে। আমার এটা ভালো লাগে।’
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball