সাকিব-তামিম ছাড়া তিনজনের অভাবে বাংলাদেশ!

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আইসিসির নিষেধাজ্ঞার কারণে ভারত সফরে বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে তামিম ইকবালও ছুটিতে। দলের দুই শীর্ষ তারকাকে ছাড়াই বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টে মাঠে নামছে বাংলাদেশ।
এমন পরিস্থিতে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হকের মনে হচ্ছে, সাকিব-তামিম না থাকায় তিনজনকে ছাড়া খেলতে হচ্ছে। সাকিব একাই দুজন খেলোয়াড়ের দায়িত্ব পালন করেন বলে মনে করেন মুমিনুল। আর তামিম দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাই দুজনের শূন্যতাই অনুভব করছেন তিনি।

এ প্রসঙ্গে বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক বলেছেন, ‘আমার মনে হয়, দুই জনের জায়গায় এখানে তিন জন খেলোয়াড় নাই। সাকিব ভাই তো একজনের জায়গায় দুইজন, সাথে নেই তামিম ভাইও। হ্যাঁ, একটু চ্যালেঞ্জিং হবে।’
সাকিব-তামিম না থাকায় অন্যদের নিয়ে পরিকল্পনা করছে বাংলাদেশ। অভিজ্ঞ দুই ক্রিকেটার না থাকায় বাকিরা বেশি মনোযোগী বলে মনে করে মুমিনুল। সবাই দায়িত্ব নিয়ে খেলবে বলেই বিশ্বাস বাংলাদেশের ১১তম টেস্ট অধিনায়কের।
মুমিনুলের ভাষ্যমতে, ‘যারা নেই তাদের নিয়ে পড়ে থাকলে তো হবে না। যারা আছে তাদের নিয়েই আমাদের খেলতে হবে। এখন সবাই অনেক বেশি মনোযোগী। আমার মনে হয়, সবাই অনেক বেশি দায়িত্ব নিয়ে খেলবে।’