শুধু প্রয়োজনের কথাই বলছেন মুমিনুল

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের ১১তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে মুমিনুল হকের। ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টের আগে মুমিনুল জানিয়েছেন, দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের সাপোর্ট পাচ্ছেন তিনি।
মুমিনুল বরাবরই স্বল্পভাষী। তাই অধিনায়ক হিসেবে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলেই ক্রিকেটারদের বোঝানোর চেষ্টা করছেন তিনি। দলের ক্রিকেটাররা সবাই পরিণত হওয়ায় বুঝতে কোনো সমস্যা হচ্ছে না বলে মনে করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

এ প্রসঙ্গে মুমিনুল বলেছেন, ‘আসার আগে থেকেই আমাকে সবাই সাপোর্ট দিচ্ছেন। সবচেয়ে ইতিবাচক হলো সিনিয়র দুজন যারা (মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিম) আছেন, তাঁরা আমাকে সাপোর্ট দিচ্ছেন। দলের সবাই আত্মবিশ্বাসী। কারণ সবাই পরিণত। যতটুকু বলা দরকার ততটুকু বললেই যথেষ্ঠ। আমি খুব বেশি কথা-বার্তা বলি না। যতটুকু দরকার ততটুকু বলছি।’
ভারতের বিপক্ষে এই ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে বাংলাদেশ। সবাই এ জন্য উদগ্রীব হয়ে আছে বলে মনে করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ভারতের বিপক্ষে পারফর্ম করতে ক্রিকেটাররা মুখিয়ে আছেন বলে জানিয়েছেন মুমিনুল।
মুমিনুলের ভাষ্যমতে, ‘সবাই উদগ্রীব আছে, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে তাও আবার ইন্ডিয়ার সাথে। টেস্ট চ্যাম্পিয়নশিপ বলে সবাই পারফর্ম করতে উদগ্রীব আছে।’