promotional_ad

বাংলাদেশের কাউকেই হাল্কাভাবে নিচ্ছি নাঃ কোহলি

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


কিছুদিন আগেই ভারত সফরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার বাংলাদেশের মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির দল। সাদা পোষাকে শক্তিমত্তার বিচারে বাংলাদেশ-ভারতের বিস্তর তফাৎ। র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে বাংলাদেশের অবস্থান। অন্যদিকে শীর্ষে রয়েছে ভারত।


সবদিক দিয়ে এগিয়ে থাকলেও টেস্ট সিরিজে মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশকে সমীহ করছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এমনকি বাংলাদেশের কোনো খেলোয়াড়কেও হাল্কাভাবে নিচ্ছে না তাঁর দল। ইন্দোরের হলকার স্টেডিয়ামে প্রথম টেস্টে মাঠে নামার আগে এভাবে জানিয়েছেন ভারতীয় অধিনায়ক।



promotional_ad

এ প্রসঙ্গে কোহলি বলেছেন, ‘আমার কোনো দলকে হাল্কাভাবে নিই না। বাংলাদেশের কোনো বোলার বা ব্যাটসম্যানকে আমরা হাল্কাভাবে নিচ্ছি না। যখন ওরা ভালো খেলে তখন খুব চতুর দল হয়ে ওঠে। ওদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমরা আমাদের প্রক্রিয়া ঠিক রেখে এগোবো।’


উপমহাদেশের দল হওয়ায়  বাংলাদেশ এই কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত বলে মনে করেন কোহলি। তাই বাংলাদেশ জানে তাদের কী করতে হবে এবং কেমন পরিকল্পনা নিয়ে এগোতে হবে। তাই ফলাফল নিজেদের পক্ষে নিতে ভালো খেলার দিকেই নজর ভারতের।


কোহলি বলেছেন, ‘ওরা একই ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত। আমরা জানি, ওরা নিজেদের গেম প্ল্যানটা জানে, ওরা জানে কী করতে হবে। ফল পেতে আমাদের ভালো খেলতে হবে, যেমনটা আগের প্রতিটা ম্যাচে খেলেছি।’



দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দেশের মাটিতে রেকর্ড টানা ১১ টেস্ট সিরিজ জেতার গড়েছে ভারত। বাংলাদেশকে চুরমার করে এই রেকর্ড অন্য দলগুলোর ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে ভারতের।  
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball