promotional_ad

নিজেদের শক্তির জায়গাতেই মনোযোগ ভারতের

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে সমীহ করছে ভারত। তবে মুমিনুল হকের দলের শক্তিমত্তা নিয়ে বাড়তি কোনো পরিকল্পনা নেই স্বাগতিকদের। ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে জানিয়েছেন, বরাবরের মতো নিজেদের শক্তির জায়গাতেই মনোযোগ দিচ্ছেন তাঁরা।


ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ভারত। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে এই পারফরম্যান্স নিয়েও ভাবছেন না ভারতের টেস্ট দলের এই সহ অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে তাই নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছেন তাঁরা।



promotional_ad

এ প্রসঙ্গে রাহানে বলেছেন, 'প্রতিপক্ষের দিকে নজর দেওয়ার চেয়ে আমরা সব সময়ই নিজেদের শক্তির জায়গায় মনোযোগ দেই। আমরা ওদের সমীহ করি, কিন্তু নিজেদের শক্তির জায়গায় অটুট থাকা গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা দারুণ করেছি, তবে সেটি এখন অতীত। প্রতিটি সিরিজই নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। বাংলাদেশও চ্যালেঞ্জ জানাবে।'


আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত। অন্যদিকে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। দুই দলের মুখোমুখি লড়াইয়েও পার্থক্যটা স্পষ্ট। ৯ বারের দেখায় ৭ বারই জিতেছে ভারত। বাকি দুটি ম্যাচ বৃষ্টির কল্যাণে ড্র হয়েছে।


রহানে জানিয়েছেন, পরিসংখ্যান নিয়ে না ভেবে তাদের ভাবনায় এখন শুধু ইন্দোর টেস্ট। এরপর কলকাতা টেস্ট নিয়ে ভাববেন তাঁরা। দল হিসেবে পারফরম্যান্স করেই সাফল্য উপভোগ করার কথা ভাবছে ভারত।



রাহানের ভাষ্যমতে, 'আমরা একটি করে ম্যাচ ধরে এগোতে চাই। আপাতত ভাবনায় ইন্দোর টেস্ট, এটি শেষ হলে কলকাতা টেস্ট নিয়ে ভাবব। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো নিজেদের মতো খেলা, দল হিসেবে পারফর্ম করা ও পরস্পরের সাফল্য উপভোগ করা।'


বৃহস্পতিবার শুরু হচ্ছে ইন্দোর টেস্ট। এই ম্যাচ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করবে বাংলাদেশ দল। দ্বিতীয় এবং শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে কলকাতায় (২২-২৬ নভেম্বর)। সেই ম্যাচটি হবে দিবা-রাত্রির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball