সাকিব ভাই থাকলে সিরিজে অনেক কাজে দিতোঃ মিঠুন

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জুয়াড়ির কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন করে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। তিন ফরম্যাটের ক্রিকেটেই বাংলাদেশ দলের বড় ভরসা ছিলেন এই অলরাউন্ডার। তবে টেস্টে সবচেয়ে বেশি তাঁর শূন্যতা অনুভব করবে বাংলাদেশ, জানিয়েছেন মোহাম্মদ মিঠুন।
বাংলাদেশের মিডল অর্ডার এই ব্যাটসম্যান মনে করেন, টেস্টে সাকিবের বিকল্প এখনও তৈরি হয়নি। সাকিব থাকলে ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে অনেক কাজে লাগতো বলে বিশ্বাস মিঠুনের। সাকিব যেহেতু নেই, তাই তাঁর কথা চিন্তা না করে যারা আছেন তাদের নিয়েই ভালো করার পরিকল্পনা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে মিঠুন বলেন, ‘টেস্টে সাকিব ভাইয়ের রিপ্লেসমেন্ট করার মতো এখনও আমাদের অবস্থা হয়নি। অবশ্যই তাকে অনেক মিস করছি। সাকিব ভাই থাকলে সিরিজে অনেক কাজে দিতো। এরপরও যেহেতু তিনি নেই, তাঁর কথা চিন্তা না করে আমরা যারা আছি তারা কীভাবে ভালো করতে পারি সেটার দিকে বেশি গুরুত্ব দিচ্ছি।’
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এবার সাদা পোষাকে খেলার অপেক্ষায় আছে সাকিববিহীন বাংলাদেশ দল।
আগামী বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভারতের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে। এরপর কলকাতায় প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলবে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।