promotional_ad

গোলাপি বলের অভিজ্ঞতা কাজে লাগাতে চান পূজারা

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে কলকাতায় দিবা-রাত্রির টেস্ট খেলবে বাংলাদেশ। কোনো দলেরই গোলাপি বলে খেলার অভিজ্ঞতা নেই। তবে ভারতের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে একমাত্র চেতেশ্বর পূজারার গোলাপি বলে খেলার অভিজ্ঞতা আছে। বাংলাদেশের বিপক্ষে সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চান তিনি।


২০১৬ মৌসুমে ভারতের জনপ্রিয় ঘরোয়া আসর দুলিপ ট্রফিতে গোলাপি বলে খেলা হয়েছিল। সেবার সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন পূজারা। তাঁর ব্যাট থেকে এসেছিল ৪৫৩ রান। এর মধ্যে একটি ইনিংস ছিল অপরাজিত ২৫৬ রানের। যদিও সেই টুর্নামেন্টে খেলা হয়েছিল কোকাবুরা বলে।



promotional_ad

ভারতে ঘরোয়া ক্রিকেটে এখন পর্যন্ত কোকাবুরা গোলাপি বলই ব্যবহার করা হয়েছে। এবার বাংলাদেশ-ভারত এসজির গোলাপি বল দিয়ে খেলবে। গোলাপি বলে খেলার অভিজ্ঞতা থাকলেও এটাকে বাড়তি সুবিধা ভাবতে নারাজ ভারতের এই বিশেষজ্ঞ টেস্ট ব্যাটসম্যান।


এ প্রসঙ্গে পূজারা বলেছেন, ‘আমি বছর তিনেক আগে গোলাপি বলে খেলেছি। অনেক দিন আগের কথা। এটাকে বাড়তি সুবিধা বলে ধরা যাবে না। তবে এটা বলব, অভিজ্ঞতাটা আমার কাজে লাগবে। গোলাপি বলে খেলার ফলে একটা ধারণা করা যাবে, টেস্টে কী হতে পারে।’


পূজারা মনে করেন লাল বল এবং গোলাপি বলের মধ্যে বিশেষ কোনো তফাৎ থাকবে না। যদিও এসজির গোলাপি বলে তারও খেলার অভিজ্ঞতা নেই। তাই জোর দিয়ে কিছুই বলতে পারছেন না। তাঁর বিশ্বাস, এসজির লাল বলের সঙ্গে গোলাপি বলের খুব একটা তফাৎ নেই।



গোলাপি বল সম্পর্কে নিজের ধারণা জানিয়ে পূজারা বলেছেন, ‘আমার মনে হয় না লাল বলের সঙ্গে গোলাপি বলের বিশেষ তফাৎ হবে। আমি অবশ্য এস জি-র গোলাপি বলে খেলিনি। তাই জোর দিয়ে কিছু বলছি না। তবে মনে হয় না, লাল এস জি বলের সঙ্গে গোলাপি এস জি বলের বিশেষ পার্থক্য হবে। ভারতে এখন এস জি বলের মান অনেক ভালো হয়েছে।’
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball