promotional_ad

মিঠুনকে ভাবাচ্ছে ভারতের স্পিন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সর্বশেষ দুই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকাকে পেস বোলিং আক্রমণ দিয়েই কুপোকাত করেছে ভারত। তবে কোহলিদের বিপক্ষে মাঠে নামার আগে তাদের স্পিন বোলিং আক্রমণ নিয়ে ভয় বাংলাদেশের। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন মনে করেন ভারতের স্পিন খেলা কঠিন হবে।


এর পক্ষে যুক্তিও দাঁড় করিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। প্রথম দুইদিন ভারতের উইকেট একটু ব্যাটিং বান্ধব হয়। তৃতীয় দিনের পর থেকেই তারা স্পিনের উপর জোর দেয়। তাই স্পিন আক্রমণ সামলানোর পরিকল্পনা নিয়েই কাজ করছে বাংলাদেশ। ভারতের স্পিন আক্রমণের শক্তিমত্তা নিয়ে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন মিঠুন।



promotional_ad

এ প্রসঙ্গে মিঠুন বলেন, ‘আমরা তো সবাই জানি যে ওদের বোলিং কতটা শক্তিশালী। বিশেষ করে ওদের স্পিনে আমরা কীভাবে ব্যাটিং করব, সেটা নিয়ে কাজ হচ্ছে। কারণ পেস বলের চেয়ে ওদের স্পিন সামলানোটা বেশি কঠিন হবে। প্রথম দুই-এক দিন একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে। তিন দিন থেকে ওরা কিন্তু স্পিনের প্রতি বেশি জোর দেয়। সেটা কীভাবে সামলাতে পারি এগুলো নিয়ে টেকনিক্যাল কাজগুলো করছি।’


আগামী ১৪ নভেম্বর ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশকে কাবু করতে পেস বান্ধব উইকেটই তৈরি করছে স্বাগতিকরা। যদিও সেখান থেকে স্পিনাররাও কিছুটা সুবিধা পাবেন।


ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইন্দোরের উইকেটে ঘাস থাকতে পারে। এ ছাড়া এই মাঠের উইকেট লাল মাটির হওয়ায় শুরু থেকেই বাউন্স পাবেন পেসাররা। স্পিনাররাও ম্যাচের শেষ ভাগে সুবিধা পাবেন। যা ভয়ঙ্কর করে তুলতে পারে রবীন্দ্র জাদেজা এবং রবীচন্দ্রন অশ্বিনদের নিয়ে গড়া ভারতের স্পিন আক্রমণকে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball