বাংলাদেশকে কাবু করতে লাল মাটির উইকেট বানাচ্ছে ভারত

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
কিছুদিন আগেও ঘরের মাঠে স্পিন সহায়ক উইকেট বানিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার পরিকল্পনা করত ভারত। বর্তমানে তারা সেই সংস্কৃতি থেকে সরে এসেছে। এখন উইকেট থেকে সামান্যতম সুবিধা পেলেও ভারত পেসারদের ওপরই নির্ভর করে।
ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ভারত। বাংলাদেশকে কাবু করতে ইন্দোরের উইকেটে ঘাস রাখছে ভারত। ফলে বলাই যায় ভারতের পেস আক্রমণের সঙ্গে লড়তে হবে মুমিনুল হকের দলকে। এর আঁচ পাওয়া গেছে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কিউরেটর সমান্দার সিং চৌহানের কথায়।

তিনি জানিয়েছেন, চার বছর ধরে এ মাঠের উইকেটে লাল মাটি ব্যবহার করছেন তিনি। লাল মাটির উইকেটে বাউন্স বেশি হয়। যা পেসারদের জন্য সহায়ক। মাঝে মাঝে টার্ন থাকলেও স্ট্রোক খেলা ব্যাটসম্যানরা উইকেট থেকে ফায়দা তুলে নিতে পারবেন।
কিউরেটরের ভাষ্যমতে, ‘লাল মাটির উইকেটে বাউন্স হয় বেশি। পেসারদের জন্য ভালো, খেলতে পারলে ব্যাটসম্যানদের জন্যও। স্ট্রোক খেলা ব্যাটসম্যানরা ভালো শট পায়। মাঝে মাঝে উইকেটে টার্নও থাকে। সবার জন্যই আসলে এটা স্পোর্টিং উইকেট, যন সবাই কম-বেশি সুবিধা পায়।’
রঞ্জি ট্রফির সর্বশেষ দুই ফাইনাল ইন্দোরের হলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দুইবারই উইকেটে ছিল ঘাস। এমন উইকেটেই বিদর্ভ বনাম দিল্লির মধ্যকার সবশেষ রঞ্জি ট্রফির ফাইনালে ব্যাটসম্যানরা পেয়েছিলেন দুই সেঞ্চুরি ও সাত হাফ সেঞ্চুরি।