মেজাজ হারিয়ে শাস্তি পেলেন বেয়ারস্টো

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। সিরিজ নির্ধারণী ম্যাচটি সুপার ওভারে গিয়ে জিততে হয়েছে স্বাগতিক ইংল্যান্ডকে।
এই ম্যাচে আউট হওয়ার পর মেজাজ হারিয়ে বাজে শব্দ ব্যবহার করেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। যা স্টাম্প মাইকে স্পষ্ট শোনা গেছে।

এর ফলে তাঁর বিরুদ্ধে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৩ অনুচ্ছেদ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। মূলত আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান লঙ্ঘনের দায়ে শাস্তির মুখোমুখি হতে হয়েছে বেয়ারস্টোকে।
এবারের মতো সতর্ক করে দেয়া হয়েছে বেয়ারস্টোকে। সেই সঙ্গে তাঁকে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। ইনিংসের ১১তম ওভারে ৪৭ রান করে জিমি নিশামের শিকার হয়ে ফেরার সময় বাজে শব্দ ব্যবহার করেন বেয়ারস্টো।
তাই ম্যাচ শেষে তাঁকে শাস্তির আওতায় আনেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। তাঁর বিরুদ্ধে এই অভিযোগটি এনেছিলেন মাঠের দুই আম্পায়ার ওয়েন নাইটস এবং ক্রিস গাফফানি। বেয়ারস্টো শাস্তি মেনে নেয়ার আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
চলতি বছর দ্বিতীয়বারের মতো ডিমেরিট পয়েন্ট পেলেন বেয়ারস্টো। গত মে মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে আউট হওয়ার পর স্টাম্পে ব্যাট দিয়ে আঘাত করে শাস্তির সম্মুখীন হয়েছিলেন তিনি।
আইসিসির নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় দুই বছরের মধ্যে চারটি ডি মেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট ম্যাচ অথবা দুটি সীমিত ওভারের ম্যাচ থেকে নিষিদ্ধ করার বিধান আছে।