সেরা বলেই আউট হয়েছিঃ নাঈম

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি জিতিয়ে মাঠ ছাড়তে পারলে নায়ক হতেন মোহাম্মদ নাঈম শেখ। তবে দল না জিতলেও নিজের কাজটা ঠিকভাবেই করেছেন বাংলাদেশের বাঁহাতি এই ওপেনার।
১২ রানে টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে হারানোর পর মোহাম্মদ মিঠুনকে নিয়ে ৬১ বলে ৯৮ রানের জুটি গড়েন নাঈম। একপাশ আগলে রেখে বাঁহাতি এই ব্যাটসম্যান খেলেছেন ৪৮ বলে ৮১ রানের ঝলমলে ইনিংস।

ভারতের পেস বোলিং অলরাউন্ডার শিভম দুবের দারুণ এক ইয়র্কারে বোল্ড হলে নাঈমের ইনিংস শেষ হয়। এরপরই খেই হারিয়ে অল আউট হয়ে যায় বাংলাদেশ। নাঈম মনে করেন তাঁর আউট হওয়া বলটি ইনিংসের সেরা বল ছিল।
নিজের আউট প্রসঙ্গে নাঈম বলেছেন, ‘আমার কাছে মনে হয় পুরো ইনিংসে ওদের সেরা বল ছিল ওটা। আর সেঞ্চুরির জন্য খেলিনি, দল জেতানোর জন্য খেলছিলাম। এই জায়গায় সফল হতে পারিনি, খারাপ লাগছে।’
সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ইনিংস খেললেও দলকে জেতাতে না পারায় আক্ষেপে পুড়ছেন নাঈম।
তরুণ এই ব্যাটসম্যানের ভাষায়, ‘আক্ষেপ তো অনেক বেশি, জিততে পারলে ভালো হতো, অনেক বড় ব্যাপার হতো, অনেক ভালো লাগতো। জিততে পারিনি বলেই খারাপ লাগছে। আর একটা জুটি হলেও হয়তো আমরা জিততে পারতাম।’
ম্যাচ শেষে নাঈম সতীর্থদের অভিনন্দন তো পেয়েছেনই, তাঁকে বাহবা দিতে ছুটে গিয়েছিলেন ভারতের দুই সাবেক ক্রিকেটার হরভজন সিং এবং ইরফান পাঠান। সেই কথা সংবাদমাধ্যমকে নাঈমই জানিয়েছেন। সোমবার তিনি দেশের বিমান ধরেছেন। দেশে ফিরেই ইমার্জিং এশিয়া কাপে খেলতে নামবেন বাঁহাতি এই ব্যাটসম্যান।