রোহিতের দিনে তাকে থামানো কঠিনঃ মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৯ রান করে আউট হয়েছিলেন রোহিত। ভারত হেরেছিল ৭ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে রোহিতের ঝড়ো ৪৩ বলে ৮৫ রানের ইনিংসে ভারত জিতেছে ৮ উইকেটের ব্যবধানে।
রোহিতের ইনিংসটি সাজানো ছিল ৬টি ছয় এবং ৬টি চারে। ভারতের এই অধিনায়ক একাই বাংলাদেশের হাতের মুঠো থেকে ম্যাচ বের করে নিয়ে গেছেন। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, রোহিতের দিনে তাকে থামানো অনেক কঠিন।

আগে ব্যাট করে দারুণ শুরু পেলেও ১৫৩ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। সেই লক্ষ্য ৪.২ ওভার হাতে রেখেই পেরিয়ে খেলে ভারত। মাহমুদউল্লাহ মনে করেন স্কোরটা ১৭৫ হলেও ভারতকে এর মধ্যে আটকানো সম্ভব ছিল।
এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'রোহিত ভালো সময়ের মধ্যে থাকলে তাঁকে থামানো অনেক কঠিন। সে দারুণ ব্যাটিং করেছে। সে ভালো মুডে ছিল। আমারা ১৭৫ এর বেশি করলে ডিফেন্ড করার সম্ভাবনা ছিল।'
মাহমুদউল্লাহর মতে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের উইকেট ছিল ব্যাটিং উপযোগী। এমন ব্যাটিং বান্ধব উইকেটে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান যোগ করেছেন ১১৮ রান। তাঁরা এমন শুরু এনে দিলে ভারতকে হারানোর সাধ্য কার?