পুরো ফায়দা নিতে চেয়েছিলেন রোহিত

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন রোহিত শর্মা। ভারতের এই অধিনায়ক চেয়েছিলেন দ্বিতীয় ইনিংসে যেন তাঁর বোলারদের শিশিরের বিরুদ্ধে লড়াই করতে না হয়। সেই পরিকল্পনায় সফল হয়েছেন রোহিত।
দ্বিতীয় ইনিংসে বোলিং করতে গিয়ে শিশিরের কারণে বলে গ্রিপ করতে সমস্যা হচ্ছিল বাংলাদেশের বোলারদের। ভারতের অধিনায়ক জানিয়েছেন, তাঁর পরিক্লপনাই ছিল শিশিরের পুরো ফায়দা তুলে নেয়া।

ম্যাচ শেষে রোহিত বলেছেন, 'ব্যাটিং করার জন্য খুব ভালো উইকেট ছিল। শিশিরের কারণে বল গ্রিপ করতে সমস্যা হচ্ছিলো বোলারদের এবং আমরা এটার পূর্ণ ফায়দা তুলেছি। আমি আমার সেরাটা চেষ্টা করেছি। যখন আমি ব্যাটিং করছিলাম। আমি জানতাম কন্ডিশন খুব উপযোগী ছিল ব্যাটিংয়ের জন্য। আমরা ভালোভাবে শেষ করার চেষ্টা করছিলাম।'
বাংলাদেশের দেয়া ১৫৪ রানের জবাবে ৮ উইকেট হাতে রেখে জয় পেয়েছে ভারত। বিশাল জয়ে বড় অবদান রেখেছেন রোহিত তিনি খেলেছেন ৪৩ বলে ৮৫ রানের ঝড়ো ইনিংস।
ওপেনিংয়ে শিখর ধাওয়ানকে নিয়ে তাঁর ১১৮ রানের জুটিই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। এই জয়ের ফলে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ভারত। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর নাগপুরে।