বিপিএল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরের উদ্বোধন হচ্ছে আগামী ৮ ডিসেম্বর। ম্যাচ মাঠে গড়াবে আগামী ১১ ডিসেম্বর। বিপিএলের এবারের আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এর আগে ৩ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনের দিনক্ষণ নির্ধারণ করেছিল বিসিবি। মূল আসর শুরুর কথা ছিল ৬ ডিসেম্বর।

এবার ৫ দিন পিছিয়ে আয়োজন করা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। বিপিএলের মূল আসরও পিছিয়েছে পাঁচ দিন। নাজমুল হাসান জানিয়েছেন তাঁরা বিপিএলের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছিলেন। সেই অনুরোধে সারা দিয়েছেন তিনি।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিপিএল সংক্রান্ত সভা ছিল। এই সভা শেষে নাজমুল হাসান বলেন, 'বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর কাউন্ট ডাউন শুরু হচ্ছে ৮ ডিসেম্বর থেকে। এটা ইতোমধ্যে ঘোষণা করেছে সরকার। এই ৮ তারিখই বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনের জন্য সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। উনি নিজে এসে উদ্বোধন করবেন। আমরা মনে করি এটা আমাদের বিরাট পাওয়া।'
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে এবারের বিপিএলের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। জনপ্রিয় এই ঘরোয়া আসরটি এবার ফ্র্যাঞ্চাইজি ছাড়াই বিসিবির সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হচ্ছে।