আগের ম্যাচ ভুলে গেছিঃ চাহাল
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে ভারত। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে রোহিত শর্মার দল। এই ম্যাচের আগে যুবেন্দ্র চাহাল জানিয়েছেন, আগের ম্যাচের স্মৃতি ভুলে সামনে এগোতে চান তাঁরা।
দিল্লিতে বাংলাদেশের বিপক্ষে হতাশার হারের পরও ভারতীয় দল ইতিবাচক আছে বলে জানিয়েছেন ভারতের এই লেগ স্পিনার। অন্য সিরিজগুলোতে প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর পুরনো স্মৃতি আঁকড়ে ধরেই সামনে এগোচ্ছে ভারত।

এ প্রসঙ্গে চাহাল বলেছেন, ‘আমরা ইতিবাচক আছি। এমন নয় এর আগে কখনও কোনো সিরিজের প্রথম ম্যাচে হারিনি, পরে সেই সিরিজ জিতিনি। আগের ম্যাচ আমরা ভুলে গেছি।’
বাংলাদেশের বিপক্ষে নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ ওভারে মাত্র ২৪ রান দিলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি চাহাল। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সমতায় ফেরাই লক্ষ্য ভারতের। এই ম্যাচে জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।
নিজেদের লক্ষ্য প্রসঙ্গে চাহাল বলেছেন, ‘আগের ম্যাচ নিয়ে ভাবলে কিছু ইতিবাচক ব্যাপার হয়তো আসবে , তবে নেতিবাচক ব্যাপারই বেশি আসবে। এখানে যখন এসেছি, তখনই পেছনের ব্যাপার ভুলে গেছি। এখানে নতুন শুরুর দিকে তাকিয়ে আছি। আশা করি আমরা জিততে পারব।’