ইনিংস ব্যবধানে জিতল মেট্রো

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা মেট্রোর বিপক্ষে আগের দিনই ৩ উইকেট হারিয়ে ৯৬ রান করে ইনিংস হারের শঙ্কায় পড়েছিল চট্টগ্রাম বিভাগ। সোমবার তৃতীয় দিনে মাঠে নেমে ২৪৮ রানে অল আউট হয়ে ইনিংস এবং ৬৪ রানের বিশাল ব্যবধানে হারের স্বাদ পেয়েছে দলটি।
প্রথম ইনিংসে সাদমান ইসলামের ১৭৮ রান এবং আল আমিনের ৮৩ রানে ভর করে ৪০৩ রানের পুঁজি গড়ে ঢাকা মেট্রো। জবাবে প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম বিভাগ।
দলটির হয়ে সর্বোচ্চ ২২ রান করেন ওপেনার সাদিকুর রহমান। ১০ রান আসে ইরফান শুক্কুরের ব্যাট থেকে। এছাড়া পিনাক ঘোষ এবং নাঈম হাসান দুজনেই ১২ করে যোগ করেন। আর কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
মেট্রোর হয়ে প্রথম ইনিংসে ৪টি উইকেট নেন শরিফুল্লাহ। ৩টি উইকেট পান তাসকিন আহমেদ। এ ছাড়া, শহিদুল ইসলাম ১টি এবং আসিফ হাসান ২টি করে উইকেট পান। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে চট্টগ্রাম।

মিডল অর্ডারে পিনাক ঘোষের ৫৭ এবং অধিনায়ক ইয়াসির আলীর ৬৬ রানের ভর করে ইনিংস হার এড়াতে লড়ছিল দলটি। তবে অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় ইনিংস হারের লজ্জা থেকে রেহাই পায়নি চট্টগ্রাম বিভাগ।
মেট্রোর হয়ে ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন শহিদুল ইসলাম। ২টি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ এবং শরিফুল্লাহ। ১টি উইকেট গেছে নিহাদুজ্জামানের ঝুলিতে।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো প্রথম ইনিংস: ১০৮.৪ ওভারে ৪০৩ (সাদমান ১৭৮, শামসুর ৫০, মার্শাল ৪০, আল আমিন ৮৩; হাসান ৩/৭২, ইরফান ২/৬৬)
চট্টগ্রাম ১ম ইনিংস: ৩০.৫ ওভারে ৯১ (সাদিকুর ২২, পিনাক ১২, নাঈম ১২; শরিফুল্লাহ ৪/৩০, তাসকিন ৩/৩৪)
চট্টগ্রাম ২য় ইনিংস: (আগের দিন ৯৬/৩) ৮০.২ ওভারে ২৪৮ (সাদিকুর ১১, পিনাক ৫৭, তাসামুল ৩৯, ইয়াসির ৬৬, নাঈম ২৮; তাসকিন ২/৪৯, শরিফউল্লাহ ২/৫৯, শহিদুল ৪/২৯)।
ফল: ঢাকা মেট্রো ইনিংস ও ৬৪ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সাদমান ইসলাম